ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোরসালিন মিজান

ফুলের মতো পাড়তে চাই না, চাইছি তোমার বন্ধুতা..

প্রকাশিত: ০৪:৪৫, ৭ আগস্ট ২০১৭

ফুলের মতো পাড়তে চাই না, চাইছি তোমার বন্ধুতা..

একজন মানুষের ৫ হাজার বন্ধু! ভাবা যায়? ভাবা যাক বা না যাক, ইন্টারনেটের কল্যাণে সংখ্যাটা বাড়ছে। বাড়ছেই শুধু। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-টুইটারে লগইন করলেই হলোÑ বন্ধুদের বিশাল সমাবেশ! কিন্তু আসলে কি বন্ধু সবাই হয়? এত জড়িয়ে ধরা, কোলাকুলি, চিৎকার, হৈ হুল্লোড় করে কাটে যাদের সঙ্গে তারা কি বন্ধু আসলে? না। অগণিত বন্ধু হয় না। বুকের গভীরে লুকিয়ে রাখা কান্না হাসির সুর শুনতে যে পায়, বন্ধু কেবল সে। রবিবার দিনভর হলো তার এবং তাদের কথা। প্রিয় প্রকৃত বন্ধুদের সঙ্গে কেউ হাসিরাশি আনন্দে কাটালেন। কেউ ফিরে গেলেন স্মৃতিতে। হারিয়ে যাওয়া সেরা বন্ধুটির জন্য নীরবে চোখের জল ফেললেন। শুভেচ্ছা আদান-প্রদান, উপহার দেয়া-নেয়াসহ নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হলো বিশ্ব বন্ধু দিবস। প্রতিবছর আগস্ট মাসের প্রথম রবিবারটি বন্ধু দিবস হিসেবে উদযাপন করা হয়। মার্কিন কংগ্রেস ১৯৩৫ সালে দিবসটিকে জাতীয় বন্ধু দিবস হিসেবে ঘোষণা করে। এখন সারাবিশ্বের বন্ধুবৎসল মানুষের বিপুল আগ্রহ এই দিবস নিয়ে। বাংলাদেশেও বহু বছর ধরে উদযাপিত হচ্ছে। এবারও বন্ধু আর বন্ধুতার উৎসবে দারুণ মেতেছিল তরুণ প্রজন্ম। কে আসলে বন্ধু? বন্ধুতা কাকে বলে? না, এর নির্দিষ্ট কোন সংজ্ঞা নেই। হয় না। তবে রবীন্দ্রনাথের ভাবনাটি অসাধারণ। সম্পর্ক ব্যাখ্যা করে কবিগুরু লিখেছেনÑ ‘বন্ধুত্বের আটপৌরে কাপড়ের দুই-এক জায়গায় ছেঁড়া থাকিলেও চলে, ঈষৎ ময়লা হইলেও হানি নাই, হাঁটুর নীচে না পৌঁছিলেও পরিতে বারণ নাই। গায়ে দিয়া আরাম পাইলেই হইল।’ ভালবাসার সঙ্গে বন্ধুতার তুলনামূলক আলোচনা করে তিনি লিখেছেনÑ ‘অনেকে বলিয়া থাকেন বন্ধুত্ব ক্রমশ পরিবর্তিত হইয়া ভালোবাসায় উপনীত হইতে পারে, কিন্তু ভালোবাসা নামিয়া অবশেষে বন্ধুত্বে আসিয়া ঠেকিতে পারে না। একবার যাহাকে ভালোবাসিয়াছি, হয় তাহাকে ভালোবাসিব নয় ভালোবাসিব না; কিন্তু একবার যাহার সঙ্গে বন্ধুত্ব হইয়াছে, ক্রমে তাহার সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপিত হইতে আটক নাই। অর্থাৎ বন্ধুত্বের উঠিবার নামিবার স্থান আছে। কারণ, সে সমস্ত স্থান আটক করিয়া থাকে না। কিন্তু ভালোবাসার উন্নতি অবনতির স্থান নাই।’ নজরুলের সেই বিখ্যাত চিঠিখানা থেকেও বন্ধুর স্বরূপ খুঁজে নেয়া যেতে পারে। বন্ধুকে লেখা চিঠিতে তাঁর বলাটি এরকমÑ বন্ধু, তুমি আমার চোখের জলের মতিহার, বাদল রাতের বুকের বন্ধু। যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে সেদিন অন্তত তোমার বুক বিঁধে উঠবে। তোমার ঐ ছোট্ট ঘরটিতে শুয়ে যে ঘরে তুমি আমায় প্রিয়ার মতো জড়িয়ে শুয়েছিলে অন্তত এইটুকু সান্ত¡না নিয়ে যেতে পারবো। এই কি কম সৌভাগ্য আমার! কেন এ কথা বলছি শুনবে? বন্ধু আমি পেয়েছি, যার সাক্ষাত আমি নিজেই করতে পারবো না। এরা সবাই আমার হাসির বন্ধু, গানের বন্ধু, ফুলের সওদার খরিদ্দার এরা। এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে, প্রিয় হয়ে উঠেনি কেউ...। কবির এমন আবেগী উচ্চারণ থেকে পরিষ্কার হয়ে যায়Ñ চারপাশের সবাই বন্ধু হয় না। বন্ধু সংখ্যায় কম, মানে বেশি হয়। বন্ধুতার আরও ব্যাখ্যা বিশ্লেষণ খুঁজে নেয়া যাবে। সেদিকে না গিয়েও বলা যায়, বন্ধু পৃথিবীর শ্রেষ্ঠ উপহারগুলোর অন্যতম। যিনি পেয়েছেন, তিনি তা বোঝেন। যিনি পাননি তিনি বোঝেন আরও বেশি! ফলে উভয় অংশকেই আন্দোলিত করেছে আবেগে ভাসিয়েছে বন্ধু দিবস। এদিন দৃশ্যমান আনুষ্ঠানিকতা কম ছিল। তবে উদযাপনের কোন ঘাটতি দেখা যায়নি। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুরনো আড্ডাগুলো নতুন চেহারা পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বন্ধুদের আড্ডা হয়নি কেবল, বাড়তি একটা আবেগ লক্ষ্য করা গেছে। লম্বা সময় বন্ধুদের আড্ডায় ছিলেন সীমা। হাতে ফুল নিয়ে ফিরছিলেন। বললেন, আমরা অনেক আগে ক্যাম্পাস ছেড়ে গেছি। যে যার মতো ব্যস্ত এখন। বন্ধু দিবস উপলক্ষে একত্রিত হয়েছিলাম। শত ব্যস্ততার মাঝে বন্ধুদের এই সান্নিধ্য মনটাকে সতেজ করে দেয় বলে জানান তিনি। টিএসসির গেমস রুমের সামনে গিটার হাতে বসেছিলেন আরিফ ও সাব্বির। বিশ্ববিদ্যালয়ে এসে পরিচয়। বন্ধুতা। তারা গাইছিলেন কবির সুমনের বিখ্যাত সেই গানÑ তোমায় আমি গড়তে চাই না, পড়তে চাই না,/কাড়তে চাই না, নাড়তে চাই না,/ ফুলের মত পাড়তে চাইনা,/ চাইছি তোমার বন্ধুতা..। গান শেষ করে আরিফ বললেন, বন্ধুতা জোর করে হয় না। ফুলের মতো একে পাড়া যায় না। কেড়ে নেয়া যায় না। বন্ধুতা আপনি আসে। পৃথিবীর আরও অনেক চাওয়া পাওয়া থেকে বন্ধুতা স্বতন্ত্র। বন্ধু দিবসে যথারীতি সরব ছিল ফেসবুক, টুইটার। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সবচেয়ে বেশি দৃশ্যমান হয়েছে দিবসটি। টাইমলাইনে ঘুরেফিরেই এসেছে বন্ধুতার সাতকাহন। বন্ধুদের সঙ্গে নতুন পুরনো ছবি পোস্ট করা হয়েছে। পরস্পরকে শুভেচ্ছা জানানো হয়েছে। কেউ বন্ধু দিবসে একত্রিত হওয়ার আনন্দের কথা জানিয়েছেন। কেউ একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। সব দেখে মনে হয়েছে, চমৎকার এই দিনের প্রয়োজন আছে বৈকি! জয় হোক বন্ধুতার।
×