ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুপার কাপে চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখ

প্রকাশিত: ০৪:১১, ৭ আগস্ট ২০১৭

সুপার কাপে চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখ

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মানিতে চলছে এখন বেয়ার্ন মিউনিখের রাজত্ব। বুন্দেসলিগায় তো শেষ পাঁচবার টানা চ্যাম্পিয়ন হওয়ার অবিস্মরণীয় রেকর্ড গড়ে তারা। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা যে এবারও ধরে রাখতে চান তারা সেই ইঙ্গিতটাও দিয়ে দিলেন কার্লো আনচেলত্তির শিষ্যরা। শনিবার নতুন মৌসুমের প্রথম শিরোপা জয়ের স্বাদ পেল তারা। দুইবার পিছিয়ে পড়ার পরও ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত পেনাল্টি শূটআউটে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখ ৫-৪ গোলে হারায় চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডকে। সেইসঙ্গে জার্মান সুপার কাপ জয়ের উচ্ছ্বাসের জোয়ারে ভাসে আনচেলত্তির দল। অথচ শুরুটা কিন্তু বেশ ভালভাবেই করেছিল বরুশিয়া ডর্টমুন্ড। শনিবার রাতে সিগনাল ইডুনা পার্কে ক্রিস্টিয়ান পুলিশিচের গোলে প্রথমেই এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু খুব বেশিক্ষণ অবশ্য সেই লিড ধরে রাখতে পারেনি তারা। পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কির গোলে সমতায় ফেরে বেয়ার্ন। পিয়েরে-এমেরিক অবামেয়াং আবার ডর্টমুন্ডকে এগিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্য তাদের। ম্যাচের শেষ মুহূর্তে লুকাস পিশচেকের আত্মঘাতী গোলে আবারও সমতায় ফিরে জার্মান বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা। এর ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে দুটো স্পট কিক ঠেকিয়ে দেন বেয়ার্নের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক সেভন উলরাইশ। এর ফলে ৫-৪ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জার্মান জায়ান্টরা। লীগ ও জার্মান কাপ চ্যাম্পিয়নদের মধ্যে প্রতিবছরই হয়ে থাকে এই টুর্নামেন্ট। এবার ফেবারিট হিসেবেই জয়ের স্বাদ পেয়েছে বেয়ার্ন। জার্মান সুপার কাপে এটি তাদের সপ্তম শিরোপা। বেয়ার্নের জার্সিতে এই ম্যাচে ছিলেন না জেরোমি বোয়াটেং, ডেভিড আলাবা এবং আরিয়েন রোবেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এই ম্যাচে ছিলেন না জেমস রড্রিগেজও। এই গ্রীষ্মকালীন দল বদলেই যাকে রিয়াল মাদ্রিদ থেকে ধারে নিয়ে আসে বেয়ার্ন মিউনিখ। জার্মান বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা প্রাক-মৌসুমে অবশ্য নিজেদের সেভাবে মেলে ধরতে পারছিল না। ছয়টি প্রীতি ম্যাচ খেলে তার পাঁচটিতেই হেরেছে বেয়ার্ন। যে কারণেই এই সুপারকাপ জয় নিঃসন্দেহেই কার্লো আনচেলত্তির চাপ কিছুটা হলেও কমিয়ে দিয়েছে। আগামী ১৮ আগস্ট থেকে জার্মান বুন্দেসলিগার নতুন মৌসুম শুরু করবে বেয়ার্ন। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ বেয়ার লেভারকুসেন।
×