ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৪৩ ঘণ্টায় ১শ’ ৪৬ কি.মি. নদীপথ পাড়ি

সাঁতারু ক্ষিতীন্দ্র বৈশ্যর নতুন রেকর্ড

প্রকাশিত: ০৪:১০, ৭ আগস্ট ২০১৭

সাঁতারু ক্ষিতীন্দ্র বৈশ্যর নতুন রেকর্ড

সঞ্জয় সরকার, নেত্রকোনা থেকে ॥ বিরামহীন ৪৩ ঘণ্টায় ১শ ৪৬ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করলেন সাঁতারু ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। রবিবার দুপুর ১টা ৫০ মিনিটে নেত্রকোনার মদন উপজেলা সদরের মগড়া সেতুতে পৌঁছার পর তার সাঁতার প্রদর্শনী শেষ হয়। এর আগে গত শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ময়মনসিংহের ফুলপুর উপজেলার সরচাপুর সেতু সংলগ্ন কংস নদী থেকে আনুষ্ঠানিকভাবে সাঁতার শুরু করেছিলেন ৬৫ বছরের প্রবীণ এই সাঁতারু। মদন উপজেলা নাগরিক কমিটি এবং ফুলপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড যৌথ উদ্যোগে এ সাঁতার প্রদর্শনীর আয়োজন করে। মগড়া সেতুতে পৌঁছার পর নদীর তীরে অপেক্ষমাণ হাজার হাজার দর্শক মহুর্মুহু করতালি তাকে শুভেচ্ছা জানান। উল্লেখ্য, তার সাঁতার প্রদর্শনী উপলক্ষে রবিবার মদন সদরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি ঘোষণা করা হয়। সাঁতার শেষ হওয়ার পর সাঁতারু ক্ষিতীন্দ্র বৈশ্যকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হযরত সুমাইয়া প্রাইভেট হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসক জানান, তিনি স্বাভাবিক রয়েছেন। শুক্রবার ফুলপুরের সরচাপুরে ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ এ সাঁতার প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীর আয়োজকরা জানান, কংস ও মগড়া নদীর ১শ ৪৬ কিলোমিটার নদীপথ পাড়ি দেয়ার সময় সাঁতারু ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য একবারের জন্যও তীরে ওঠেননি। কোন বিশ্রামও নেননি। কয়েকটি ট্রলারে থাকা তিন শতাধিক উৎসুক জনতা সার্বক্ষণিক তাকে পর্যবেক্ষণে রাখেন। নদীতে ভাসমান অবস্থায় মাঝে মাঝে তিনি জুস এবং তরল খাবার গ্রহণ করেন। পাশাপাশি ক্ষিতীন্দ্র বৈশ্য হাত নেড়ে উৎসুক জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
×