ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিসিবি সভাপতি পদে আবারও নির্বাচন করবেন পাপন

প্রকাশিত: ০৪:০৯, ৭ আগস্ট ২০১৭

বিসিবি সভাপতি পদে আবারও নির্বাচন করবেন পাপন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আবারও নির্বাচন করবেন বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবির আসন্ন নির্বাচনকে নিয়ে রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সহ-সভাপতি আ. জ. ম. নাছির উদ্দিন। তিনি বলেন, ‘দেশের স্বার্থের কথা ভেবেই পূর্বের সিদ্ধান্ত বদল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি (নাজমুল হাসান পাপন)।’ বিসিবির নির্বাচন আসন্ন। এ বছর অক্টোবরেই শেষ হচ্ছে বিসিবির বর্তমান কমিটির মেয়াদ। ২০১৩ সালের ১০ অক্টোবর নির্বাচন হয়েছিল। যে নির্বাচনে বিসিবির সভাপতি হন পাপন। প্রথমবারের মতো বিসিবি নির্বাচিত কোন সভাপতিকে পায়। এবারও তিনিই সভাপতি পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচন যেহেতু আসন্ন। তাই পাপন সভাপতি পদে নির্বাচন করবেন কিনা এ নিয়ে জল্পনা-কল্পনা ছিল। নিজেই যখন গত মাসের শুরুর দিকে নির্বাচন নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন, এ নিয়ে আলোচনা আরও বেড়ে যায়। পাপন তখন সাংবাদিকদের বলেছিলেন, ‘একদম মনের কথা বলছি। ক্রিকেট, খেলাধুলা এমন একটা জায়গা, যেটা থেকে আমার দূরে সরে থাকা একদম কঠিন। স্ত্রীকে বলছিলাম, যদি ক্রিকেট বোর্ডে থাকতে হয় তাহলে পরিচালক হয়ে থাকা ভাল। প্রেসিডেন্ট আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। অলমোস্ট ফুলটাইম। এছাড়া ট্রাভেলিং করতে হয় প্রচুর। আইসিসি, ক্রিকেট, এসিসি, চাকরি, রাজনীতি সবমিলিয়ে চাপ অনেক বেশি।’ পাপন তখন আশা প্রকাশ করেছিলেন, আগামীদিনে তিনি না থাকলেও বোর্ড ভাল চলবে। বিসিবি সভাপতি বলেছিলেন, ‘আমি একটা জিনিস বলতে পারি যেই আসুক খারাপ হবে না। বাংলাদেশ দলের যে গতি আছে আগামী আট বছর কোন সমস্যা হওয়ার কথা না। সবকিছু তো একসঙ্গে করা সম্ভব না। আপনাদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনে শুনে সমাধানের চেষ্টা করেছি। তাতে করে আগের থেকে উন্নতি হয়েছে।’ পাপনের এমন কথাগুলোতেই সভাপতি পদে পাপনের না থাকার বিষয়টি সামনে চলে এসেছিল। কিন্তু এখন জানা যাচ্ছে পাপন নির্বাচন করবেন। বিসিবি সভাপতি পদেই নির্বাচন করবেন। নির্বাচন নিয়ে কোর্টের একটি রায়ের অপেক্ষা ছিল। সেটিরও সমাধান হয়ে গেছে। এখন বিসিবি এজিএম, ইজিএমও করতে পারবে। গঠনতন্ত্র সংশোধনের ক্ষমতাও বিসিবির হাতেই আছে। এই বোর্ড নির্বাচিত হয়ে আসার পর শুরুতে জাতীয় দলের সাফল্য এতটা না থাকলেও ২০১৪ সালের শেষ থেকে টানা সাফল্যই মিলছে। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠা, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে সিরিজে হারানো, এশিয়া কাপ টি২০’র ফাইনালে খেলা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলা; এ সাফল্যগুলো বিসিবির বর্তমান কমিটি থাকতেই হয়েছে। এই সাফল্য যেন ধারাবাহিকভাবে মিলে সেই চেষ্টাই করছে বর্তমান বোর্ড কমিটি। সেই ধারাবাহিকতা রক্ষায় আবারও পাপনই বিসিবি সভাপতি পদে নির্বাচন করবেন। একটি বেসরকারী টিভি চ্যানেলকে নাছির উদ্দিন জানান, বোর্ড পরিচালক ও কাউন্সিলরদের অনুরোধেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছেন পাপন। বিসিবি সভাপতি পদে তিনি নির্বাচন করবেন।
×