ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত

প্রকাশিত: ০৪:০৯, ৭ আগস্ট ২০১৭

বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ আশা জাগিয়েছিলেন দুই সেঞ্চুরিয়ান দিমুথ করুনারতেœ ও কুশল মেন্ডিস। ফলোঅনে পড়ার পর ৪৩৯ রানে পিছিয়ে শুরু করা দল নিশ্চই জয়ের স্বপ্ন দেখেনি। লঙ্কানদের অন্তত ইনিংস হারের লজ্জা এড়ানোর আশা দেখিয়েছিলেন দুই ব্যাটসম্যান। কিন্তু ভারতীয় স্পিনারদের দুরন্ত বোলিংয়ের সামনে সেটি আর হয়ে ওঠেনি। চতুর্থদিনে ৩৮৬ রানে অলআউট শ্রীলঙ্কার হার ইনিংস ও ৫৩ রানের ব্যবধানে। প্রথম ইনিংসে ১৮৩ রানে অলআউট হয় দিনেশ চান্দিমালের দল। ৯ উইকেটে ৬২২ রানের পাহাড় গড়ে নিজেদের একমাত্র ইনিংস (প্রথম) ঘোষণা করে সফরকারী ভারত। ব্যাট হাতে অপরাজিত ৭০ ও বোলিংয়ে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রবীন্দ্র জাদেজা। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বিরাট কোহলির দল। টেস্টে ভারতের এটি টানা আট সিরিজ জয়, নয় জয়ে রেকর্ডটা এখনও অস্ট্রেলিয়ার (২০০৫-২০০৮)। সেটি স্পর্শ করার ও ভেঙ্গে দেয়ার সুযোগ থাকছে কোহলিদের সামনে। পাল্লেকেলে শনিবার শুরু তৃতীয় ও শেষ টেস্ট। গলের প্রথম টেস্টের মতো কলম্বোতেও ম্যাচ শেষ হয়ে গেল চারদিনে। পার্থক্য প্রথম টেস্টে প্রতিপক্ষকে ফলোঅনে ফেলার সুযোগ পেয়েও সেটি করাননি ভারত অধিনায়ক কোহলি। কলম্বোয় সেটি করিয়ে যথারীতি বড় জয়। দুই টেস্টে সবকিছুই পরখ করা হয়ে গেল। সিরিজ শুরুর আগে কোহলি যেমন বলেছিলেন, তার দল ‘নাম্বার ওয়ানের’ মতোই খেলতে চায়। বাস্তবে সেটিই হয়েছে। প্রায় সাড়ে চার শ’ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের জবাবের শুরুটা ছিল দুর্দান্ত। ওপেন করতে নেমে ভরসা দিয়ে যান দিমুথ করুনারতেœ। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১৪১ রান। অপর ওপেনার উপুল থারাঙ্গা ব্যর্থ হলে করুনারতেœর সঙ্গে হাল ধরেন কুশল মেন্ডিস। তার ব্যাট থেকে আসে ঝকঝকে ১১০ রানের ইনিংস। জোড়া সেঞ্চুরি সত্ত্বেও বাকিদের ব্যর্থতায় যদিও ইনিংস হার এড়াতে পারেনি লঙ্কানরা। ২ উইকেটে ২০৯ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকরা অলআউট হয়েছে ৩৮৬ রানে। অর্থাৎ ১৭৭ রান যোগ করতে বাকি ৮ উইকেট হারায় চান্দিমালের দল। ৯২ রান নিয়ে নামা করুনারতেœ ফেরেন ১৪১-এ। তাকে তুলে নেন সফরকারীদের সেরা বোলার জাদেজা। এরপর সহসা ভেঙ্গে পড়ে শ্রীলঙ্কার ইনিংস। সাবেক অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস ৩৬ ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিরোশান দিকওয়েলার ৩১ ছাড়া কেউ সুবিধা করতে পারেননি। প্রথম ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন আর এবার বল হাতে দায়িত্ব তুলে নেন জাদেজা। ১৫২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন বাঁহাতি অর্থোডক্স স্পিনার। প্রথম ইনিংসে দুই শিকারের পথে যিনি বাঁহাতি বোলার হিসেবে সবচেয়ে কম টেস্টে (৩২) দেড় শ’ (১৫০) উইকেটের বিশ্বরেকর্ড গড়েন। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তারই হাতে। ভারতের টানা আট সিরিজ জয়ের শুরুটা হয়েছিল ২০১৫ সালে আগেরবার শ্রীলঙ্কা সফর দিয়ে। অধিনায়ক হিসেবে কোহলির সেটি ছিল প্রথম বিদেশ সফর। টানা আট সিরিজ জয় আছে ইংল্যান্ডেরও (১৯৮৪-১৯৯২)। ‘নয়’ জয়ে রেকর্ডটা অস্ট্রেলিয়ার (২০০৫-২০০৮)। সেটি স্পর্শ করার ও ভেঙ্গে দেয়ার সুযোগ রয়েছে কোহলিদের সামনে। এই ম্যাচেই টেস্ট ইতিহাসে দ্রুত ২০০০ রান ও ২৫০ উইকেট নিয়ে অনন্য নতুন রেকর্ড গড়েন অশ্বিন।
×