ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চলে গেলেন ব্রিটিশ অভিনেতা রবার্ট হার্ডি

প্রকাশিত: ০৩:৫৯, ৭ আগস্ট ২০১৭

চলে গেলেন ব্রিটিশ অভিনেতা রবার্ট হার্ডি

সংস্কৃতি ডেস্ক ॥ অভিনয় জীবনের দীর্ঘ ক্যারিয়ার সাঙ্গ করে না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান ব্রিটিশ অভিনেতা রবার্ট হার্ডি। ৪ আগস্ট শুক্রবার মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯১ বছর। গণমাধ্যমকে দেয়া এক বার্তায় মৃত্যুর খবরটি নিশ্চিত করে এ অভিনেতার তিন সন্তান এমা, জাস্টিন ও পল লিখেছেন, প্রায় ৭০ বছর ধরে মঞ্চ, ছোট ও বড় পর্দায় কাজ করেছেন রবার্ট হার্ডি। অসাধারণ ব্যক্তিজীবন ও জমকালো অভিনয় জীবন শেষে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। সবাই তার আত্মার শান্তি কামনা করুন। হ্যারি পটার সিরিজের কর্নেলিয়াস ফাজ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন রবার্ট হার্ডি। এছাড়াও ছোট পর্দার জনপ্রিয় সিরিজ ‘অল ক্রিয়েচার্স গ্রেট এ্যান্ড স্মল’-এর সাড়া জাগানো সিগফ্রিড ফার্নন চরিত্রের জন্য আজও স্মরণীয় হয়ে আছেন এ ব্রিটিশ অভিনেতা। ‘ওয়ার এ্যান্ড রিমেমবারেন্স’-এ ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিলের চরিত্রে অনবদ্য অভিনয় ও ফরাসী টিভি সিরিজে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টয়ের চরিত্রেও অভিনয় করেছেন তিনি। ১৯২৫ সালে জন্মগ্রহণ করেন অভিনেতা রবার্ট হার্ডি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রয়্যাল এয়ারফোর্স দলের সদস্য ছিলেন তিনি। ১৯৫৮ সালে ‘টর্পেডো রান’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে তার। সর্বশেষ ২০১৫ সালে ‘চার্চিল : হানড্রেড ডেইস দ্যাট সেভ ব্রিটেন’ চলচ্চিত্রে উইন্সটন চার্চিলের চরিত্রে দেখা গেছে তাকে।
×