ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাঠমা-ুতে রবীন্দ্র-নজরুলজয়ন্তী

প্রকাশিত: ০৩:৫৮, ৭ আগস্ট ২০১৭

কাঠমা-ুতে রবীন্দ্র-নজরুলজয়ন্তী

সংস্কৃতি ডেস্ক ॥ কাঠমা-ুর বাংলাদেশ দূতাবাস সম্প্রতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। রবীন্দ্র-নজরুলজয়ন্তী উদ্যাপনের জন্য দূতাবাস নেপালের সেনা অফিসার্স ক্লাবের অডিটরিয়ামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অভিক দেব এবং নজরুলসঙ্গীত শিল্পী শারমিন সাথী ময়না। শিল্পীরা বেশ কয়েকটি রবীন্দ্র ও নজরুল সঙ্গীত পরিবেশনা করে অনুষ্ঠানটি উপভোগ্য করে তোলেন। নেপালের বিভিন্ন পর্যায় থেকে আগত পাঁচ শতাধিক আমন্ত্রিত অতিথি অনুষ্ঠান মুগ্ধ হয়ে সঙ্গীত উপভোগ করেন। বাংলাদেশের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ইউটার্নের ব্যবস্থাপনায় বাংলাদেশ দূতাবাসের এ অনুষ্ঠান আয়োজন করে। সহযোগী হিসেবে ছিল নেপাল সঙ্গীত ও নাটক একাডেমি।
×