ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিলীপ কুমার আইসিইউতে

প্রকাশিত: ০৩:৫৭, ৭ আগস্ট ২০১৭

দিলীপ কুমার আইসিইউতে

সংস্কৃতি ডেস্ক ॥ উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা দিলীপ কুমার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বশেষ খবরে জানা গেছে, তিনি আইসিইউতে আছেন। এমন তথ্যই জানিয়েছেন তার স্ত্রী আরেক কিংবদন্তি অভিনেত্রী সায়রা বানু। কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে বুধবার মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন দীলিপ কুমার। বৃহস্পতিবার এই তারকার স্বাস্থ্যের উন্নতি হয়েছেÑ এমন খবর প্রকাশ হয়। তবে তার স্ত্রী সায়রা বানু জানান এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রেই (আইসিইউ) আছেন তিনি। গণমাধ্যমকে সায়রা বানু বলেন, তার রোগমুক্তির জন্য আমাদের দোয়া করতে হবে। ইনশাআল্লাহ, তিনি ভাল হয়ে উঠবেন। ডাক্তাররা তার চিকিৎসা করছেন। জানা গেছে, ৯৪ বছর বয়সী এই অভিনেতার কিডনি-সংক্রান্ত জটিলতা দেখা দিলে বুধবার সকালে তাকে বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসকরা তার অবস্থা স্থিতিশীল জানালেও এর একদিন পরেই বলেন, অবস্থার কোন উন্নতি হয়নি। যে চিকিৎসকের দল দিলীপ কুমারের তত্ত্বাবধানে আছেন, তাদের মুখপাত্র জানিয়েছেন, দিলীপ কুমারের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়ছে। তিনি রেনাল ফেইলিওরের দিকে এগিয়ে যাচ্ছেন। এই বয়সে যা হতে পারে মারাত্মক। এদিকে বর্ষীয়ান সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর দিলীপ কুমারের দ্রুত আরোগ্য কামনা করেছেন। শনিবার বিকেলে এক টুইটে তিনি লিখেন, খবর দেখে আমি জানতে পারলাম, দিলীপ কুমারজীর শরীর ভাল নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তার শরীর যেন দ্রুত ঠিক হয়ে যায়। প্রসঙ্গত, ভারতীয় চলচ্চিত্রের সোনালি যুগের এই অভিনেতা ‘আন্দাজ’, ‘আন’, ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-ই-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘ক্রান্তি’, ‘কর্মা’র মতো চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতির শীর্ষে ওঠেন। সর্বশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ চলচ্চিত্রে অভিনয় করেন দিলীপ কুমার। ১৯৯৪ সালে ভারত সরকারের সর্বোচ্চ সম্মাননা ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত করা হয় তাকে। ২০১৫ সালে ‘পদ্মভূষণ’ খেতাব লাভ করেন তিনি।
×