ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লোপার গানে মুগ্ধ শ্রোতা

প্রকাশিত: ০৩:৫৭, ৭ আগস্ট ২০১৭

লোপার গানে মুগ্ধ শ্রোতা

স্টাফ রিপোর্টার ॥ বন্ধু দিবস উপলক্ষে নিজের তৃতীয় এ্যালবাম আত্মা-সঙ্গী’ প্রকাশনা অনুষ্ঠানে গান গেয়ে উপস্থিত শ্রোতা দর্শকদের মুগ্ধ করলেন এই প্রজন্মের শিল্পী লোপা হোসেইন। শনিবার সন্ধ্যায় ধানম-ির স্থানীয় একটি রেস্টুরেন্টে লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হয় এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী লোপা হোসেইনের আধুনিক গানের এ্যালবাম ‘আত্মা-সঙ্গী’ । এ উপলক্ষে অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান, ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. মফিজুর রহমান, উপস্থাপক আনজাম মাসুদ প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, মুহিন, সাব্বির, নওরিন, সঙ্গীত পরিচালক সাজিদ সরকার, জে কে মজলিশ, তাহসিন আহমেদ, গীতিকবি সীরাজুম মুনির, রবিউল ইসলাম জীবন, লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান একেএম আরিফুর রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আর জে ইভান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিল্পী সঙ্গীত পরিবেশন করে উপস্থিত শ্রোতা-দর্শকদের মুগ্ধ করেন লোপা। ‘আত্মা-সঙ্গী’ শিল্পী লোপা হোসেইনের এটি তৃতীয় একক এ্যালবাম। এ্যালবামে সহশিল্পী হিসেবে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। গীতিকবি সীরাজুম মুনিরের কথা ও সুরে এ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন জে কে মজলিশ, সাজিদ সরকার ও তাহসিন আহমেদ। এ্যালবামে মোট ৫টি গান রয়েছে। গানগুলো হলো- ‘ঝড়া পাতার কাব্য’, ‘দেখেও না দেখার অভিনয়’, ‘আত্মা-সঙ্গী’, ‘ভালবাসার বৃষ্টি কনায়’ ও ‘অজানা বিষাদ’। এ্যালবাম প্রসঙ্গে শিল্পী লোপা বলেন অনেকদিন পর আমার এই এ্যালবামটি অনেক যতœসহকারে করেছি। বিশেষ করে গানের কথা, সুর ও সঙ্গীতায়োজনে শ্রোতারা নতুনত্ব কিছু পাবেন। আশা করি মেলোডি ও রোমান্টিক ধাঁচের গানগুলো সব ধরনের শ্রোতাদের ভাল লাগবে।
×