ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চালের আমদানি বাড়লেও খুচরা বাজারে কমছে না দাম

প্রকাশিত: ০৩:৫৬, ৭ আগস্ট ২০১৭

চালের আমদানি বাড়লেও খুচরা বাজারে কমছে না দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ শুল্ক কমায় বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামে চালের সবচেয়ে বড় পাইকারি বাজার পাহাড়তলিতেও বেড়েছে চালের সরবরাহ। ফলে পাইকারি বাজারে কমেছে চালের দাম। তবে কমেনি খুচরা বাজারে। ক্রেতারা বলছেন, এখনও আগের দামেই চাল কিনতে হচ্ছে। দেশে চালের বাজার স্থিতিশীল করতে আমদানিতে শুল্ক কমায় সরকার। ফলে ভারত ভিয়েতনাম, থাইল্যান্ড, মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করছেন ব্যবসায়ীরা। আমদানির ফলে বেড়েছে চালের সরবরাহ। চট্টগ্রামে বৃহৎ পাইকারি বাজার পাহাড়তলিতে প্রতিদিন গড়ে ৫শ’ থেকে ৬শ’ টন চাল আসছে। এতে কমেছে দেশীয় চালের ওপর চাপও। ফলে তিন সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চালে বস্তা প্রতি কমেছে ২শ’ থেকে ৩শ’ টাকা।
×