ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীনে বাড়ছে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি

প্রকাশিত: ০৩:৫৫, ৭ আগস্ট ২০১৭

চীনে বাড়ছে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পোশাক রফতানিতে শীর্ষ দেশ চীনে বাড়ছে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি। বিজিএমইএ সভাপতি বলছেন, চীনের বিপুল জনসংখ্যার সাধারণ পোশাকের চাহিদার বড় একটি অংশ তৈরি হচ্ছে বাংলাদেশে। এছাড়া চীন এখন গুরুত্ব দিচ্ছে অন্যান্য শিল্পের দিকে। বড় বড় ব্র্যান্ডগুলোর স্টোর স্থাপন করা হচ্ছে চীনে। ফলে বড় বাজারগুলোতে রফতানি কমলেও চীনের বাজারকে এখন বেশ ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। প্রবৃদ্ধি বাড়াতে আগের বাজারগুলোর ওপর নির্ভরশীল না থেকে নতুন বাজারগুলোতে গুরুত্ব বাড়াতে হবে বলেও অভিমত ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। বিভিন্ন পরিসংখ্যান বলছে, দেশের তৈরি পোশাক খাতের সময়টা খুব একটা ভাল যাচ্ছে না। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্যতম বাজারগুলোতে ঋণাত্মক প্রবৃদ্ধি। যেখানে রফতানি আয়, কর্মসংস্থান ও সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি তৈরি পোশাক খাত।
×