ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারের সূচক ৬ হাজার ছুঁই ছুঁই

প্রকাশিত: ০৩:৫০, ৭ আগস্ট ২০১৭

পুঁজিবাজারের সূচক ৬ হাজার ছুঁই ছুঁই

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স রবিবার সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। এদিন সূচকটি ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯০৭ পয়েন্টে। আর মাত্র ৯৩ পয়েন্ট বাড়লেই সূচক পৌঁছাবে ৬ হাজার পয়েন্টে। মূলত, ব্যাংক ও প্রকৌশল খাতের কোম্পানির দর ও লেনদেন বাড়ার কারণেই বাজারের এই উর্ধগতি। এদিকে ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ কমেছে। রবিবার ডিএসইতে ৯১৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৫৮ কোটি ৬৭ লাখ টাকা কম। বৃহস্পতিবার এ বাজারে এক হাজার ৭৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর। আইডিএলসির বাজার পর্যালোচনায় বলা হয়েছে, ডিএসইর নতুন সূচকের ইতিহাসে প্রথমবারের মতো সার্বিক সূচকটি ৫ হাজার ৯০০ পয়েন্ট ছাড়িয়েছে। দিনটিতে মূলত ব্যাংক ও প্রকৌশল খাতের চাহিদার কারণেই বাজারে সূচক ইতিবাচক রয়েছে। সার্বিক লেনদেনের ২৬.৫০ শতাংশ লেনদেন দখল করেছে ব্যাংক খাত। এছাড়া ১৬.৬০ শতাংশ লেনদেন করে দ্বিতীয় স্থানে ছিল প্রকৌশল খাতের কোম্পানিগুলো। তবে এই দিনে সবচেয়ে বেশি দর বেড়েছে সাধারণ বীমা কোম্পানিগুলোর। মোট ২.৬০ শতাংশ খাতটির দর বেড়েছে। এর বাইরে প্রকৌশল খাতের ১.৫ শতাংশ ও ব্যাংকের দর বেড়েছে ১.১০ শতাংশ। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯০৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩১৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৩০ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : সিটি ব্যাংক, বিবিএস কেবল, ইফাদ অটো, লঙ্কাবাংলা ফাইনান্স, সি এ্যান্ড এ টেক্সটাইল, আইএফআইসি, এ্যাপোলো ইস্পাত, কেয়া কসমেটিক, তুং হাই নিটিং ও মার্কেন্টাইল ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : বিবিএস কেবল, সাউথইস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, নর্দান জুট, সিটি ব্যাংক, ইউনাইটেড ইন্স্যুরেন্স ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : আইএসএন, সামাতা লেদার, দুলামিয়া কটন, ফাইন ফুড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট, মেঘনা কনডেন্স মিল্ক, সাভার রিফ্যাক্টরিজ, জুট স্পিনার্স ও রিজেন্ট টেক্সটাইল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক সর্বোচ্চ অবস্থানে রয়েছে। সিএসইতে ৬৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : সোস্যাল ইসলামী ব্যাংক, বিবিএস কেবল, বিএসআরএম লিমিটেড, এ্যাপোলো ইস্পাত, বিএসআরএম স্টিল, মার্কেন্টাইল ব্যাংক, কেয়া কসমেটিক, প্রিমিয়ার ব্যাংক ও লাফার্জ সুরমা সিমেন্ট।
×