ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করল ভেনিজুয়েলার নতুন পরিষদ

প্রকাশিত: ০৩:৪৭, ৭ আগস্ট ২০১৭

এ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করল ভেনিজুয়েলার নতুন পরিষদ

ভেনিজুয়েলীয় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুগত নতুন শাসনতন্ত্র পরিষদ শনিবার দেশের এ্যাটর্নি জেনারেল লুইজা ওর্তেগাকে বরখাস্ত করেছে। তাকে বরখাস্ত করায় যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশগুলোতে সমালোচনার ঝড় বইছে। ওর্তেগা মাদুরোর সরব সমালোচকদের মধ্যে অন্যতম। খবর এএফপির। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিথার নাউয়ার্ট টুইটে বলেছেন, যুক্তরাষ্ট্র এ অবৈধ বরখাস্তের নিন্দা জানাচ্ছে। তিনি বলেন, মাদুরোর প্রশাসনের একনায়ক সৈরাচার সুদৃঢ় করার উদ্দেশে এ উদ্যোগ নেয়া হয়েছে। কলম্বিয়া, চিলি, গুয়েতমালা, মেক্সিকো, পানামা ও পেরু পরিষদের এ সিদ্ধান্তের সমালোচনা করেছে। পরিষদ বলেছে, দায়িত্বে থাকাকালে অনিয়মের আশ্রয় নেয়ার অভিযোগে ওর্তেগাকে বিচারের সম্মুখীন করা হবে এবং তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওর্তেগা তার বরখাস্ত বা তার স্থলে পরিষদে জাতীয় অবমুজম্যান (ন্যায়পাল) ট্যারেক উইলিয়াম সাবের, শপথ গ্রহণ মেনে নিতে অস্বীকৃতি জানান। ইউরোপে বিষাক্ত ডিম! নেদারল্যান্ডস থেকে ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো ডিমে কীটনাশক জাতীয় বিষ পাওয়া গেছে। যা নিয়ে তোলপাড় চলছে। ডিমে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ফিপ্রোনিল থাকার বিষয়টি জুন মাসেই জানা যায়। এটি মানুষের কিডনি, লিভার ও থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষতি করে। মূলত পোল্ট্রির মুরগির উকুন ও অন্যান্য কীট মারার জন্য রাসায়নিকটি ব্যবহৃত হয়। -বিবিসি হিটলারি স্যালুট দেয়ায়... হিটলারি কায়দায় স্যালুট দিয়ে ছবি তোলার অভিযোগে সম্প্রতি দুই চীনা পর্যটককে গ্রেফতার ও জরিমানা করেছে জার্মান পুলিশ। বার্লিন শহরের রাইখস্টাগে পার্লামেন্ট ভবনের সামনে দুই পর্যটক নাৎসি আমলের হিটলারের ভঙ্গি নকল করে মোবাইলে পরস্পরের ছবি তোলেন। নিষিদ্ধ একটি সংগঠনের প্রতীক ধারণ করায় তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কার্যক্রম শুরু হয়েছে। জার্মানিতে হিটলার ও নাৎসিদের নিয়ে ঘৃণাসূচক বক্তব্য কিংবা প্রতীক প্রদর্শনের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। -বিবিসি
×