ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় আইএসের ঘাঁটি সরকারী বাহিনীর দখলে

প্রকাশিত: ০৩:৪৬, ৭ আগস্ট ২০১৭

সিরিয়ায় আইএসের ঘাঁটি সরকারী বাহিনীর দখলে

সিরিয়ার সেনাবাহিনী শনিবার দেশটির হোমস প্রদেশে ইসলামিক স্টেটের সর্বশেষ ঘাঁটিটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এর ফলে তাদের জন্য দেশটির পূর্বাঞ্চলে জিহাদীদের ওপর হামলার পথ প্রশস্ত হলো। খবর এএফপির। পূর্বাঞ্চলীয় নগরী দীর এরোজে যাওয়ার পথে আল-সুখনা শহরটি ছিল আইএস জিহাদীদের দখলে থাকা সর্বশেষ শহর। এটি প্রাচীন ঐতিহ্যবাহী নগরী পালমিরা থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ২০১৫ সালের গোড়ার দিকে আইএস জিহাদীরা দীর এরোজ দখল করে নিজেদের প্রশাসনিক দুর্গ গড়ে তোলে। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বাশার সরকারের মিত্র রাশিয়ার বিমান হামলা ও গোলাবর্ষণের সমর্থনে সরকারী বাহিনী শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। সিরীয় সরকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সৈন্যরা শহরটিকে তিন দিক থেকে ঘেরাও করে ফেলেছে। ঘুষ নেয়ার দায়ে চীনে সাবেক কর্মকর্তার জেল ঘুষ নেয়ার দায়ে চীনে এক সাবেক কর্মকর্তার ১১ বছরের জেল হয়েছে। চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) সাবেক সিনিয়র কর্মকর্তা উ তিয়ানজুনকে শুক্রবার এ শাস্তি দেয় আদালত। একই সঙ্গে উ’র দেড় লাখ মার্কিন ডলারের ব্যক্তিগত সম্পদ জব্দ করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমার নির্দেশ দেয় আদালত। সিপিসি’র হেনান প্রদেশের স্ট্যান্ডিং কমিটির সাবেক সদস্য উ অন্যদের ব্যবসায়িক সুবিধা দিতে তার অবস্থানকে কাজে লাগিয়ে ১৬ লাখ মার্কিন ডলার ঘুষ নেন। -সিনহুয়া কানাডায় বেকারত্ব হ্রাস জুলাই মাসে কানাডায় বেকারত্বের হার ০.২ শতাংশ কমে ৬.৩ শতাংশে দাঁড়িয়েছে, যা গত নয় বছরের মধ্যে সর্বনি¤œ বলে জানিয়েছে দেশটির সরকার। এএফপি। স্ট্যাটিস্টিকস কানাডা শুক্রবার জানায়, জুলাই পর্যন্ত গত ১২ মাসে কর্মসংস্থান বেড়েছে ২.১ শতাংশ। অর্থাৎ কর্মসংস্থানের পরিমাণ বেড়েছে ৩ লাখ ৮৮ হাজার। জুলাই মাসে অর্থনীতিতে ১১ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
×