ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইমরান খানের যৌন হয়রানি তদন্তে পার্লামেন্টারি কমিটি

প্রকাশিত: ০৮:০৮, ৬ আগস্ট ২০১৭

ইমরান খানের যৌন হয়রানি তদন্তে পার্লামেন্টারি কমিটি

জনকণ্ঠ ডেস্ক ॥ ইমরান খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে পাকিস্তানের জাতীয় পরিষদ একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের গণমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানায়, পাকিস্তানের মন্ত্রিসভার শপথ গ্রহণের পরপরই শনিবার দেশটির নতুন প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি সাবেক ক্রিকেট তারকা ইমরানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেন। খবর ওয়েবসাইটের। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেত্রী আয়েশা গুলালাই ওই অভিযোগ করেছেন। আয়েশার অভিযোগ, ইমরান তাকে মোবাইলে ‘অশালীন’ বার্তা পাঠিয়েছেন। ইমরান দলের অন্যান্য নারী কর্মীকেও ‘অশোভন’ এসএমএস করেন বলেও অভিযোগ ওয়াজিরিস্তান থেকে নির্বাচনে জেতা আয়েশার। তিনি বলেন, ২০১৩ সালে প্রথম আমি তার কাছ থেকে এ ধরনের এসএমএস পাই। অভিযোগ তোলার পর এ সপ্তাহের শুরুতে আয়েশা পিটিআই থেকে পদত্যাগ করেন। যদিও ইমরান এই অভিযোগ অস্বীকার করে বলেন, ক্ষমতাসীন দল পিএমএলএন আয়েশাকে অর্থের বিনিময়ে তার বিরুদ্ধে ব্যবহার করছে। শুক্রবার একটি টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, এটা পিএমএলএনের পরীক্ষিত কৌশল। প্রধানমন্ত্রী আব্বাসি ‘বিষয়টি সমাধানে’ বিশেষ কমিটির তদন্ত প্রতিবেদন জাতীয় পরিষদে উপস্থাপনের নির্দেশও দিয়েছেন। জাতীয় পরিষদে তিনি বলেন, পিটিআই প্রধান এবং গুলালাই দুজনই সম্মানিত ব্যক্তি। এ কারণে অভিযোগ তদন্তে একটি বিশেষ কমিটি গঠনই উচিত হবে। প্রধানমন্ত্রীর প্রস্তাব জাতীয় পরিষদে পাস হয় এবং বিশেষ কমিটিকে এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানায় দেশটির দৈনিক ডন। পিএমএলএন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও মুত্তাহিদা কওমি মুভমেন্টের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রস্তাবে সমর্থন দিয়েছে। তদন্ত কমিটি অভিযোগ ওঠা ব্যক্তি ও অভিযোগকারী উভয়কে যথাযথ সম্মান দেখাবে বলেও নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী আব্বাসি। তিনি বলেন, পিটিআই প্রধানের আত্মপক্ষ সমর্থনের পূর্ণ অধিকার আছে। এদিকে নিজের জীবন হুমকিতে রয়েছে এমন আশঙ্কা প্রকাশ করায় আয়েশাকে ২৪ ঘণ্টা সুরক্ষা দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন প্রধানমন্ত্রী। দলীয় প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে সরকারের বিশেষ কমিটি মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন পিটিআই নেতারা। দলের এক নেতা বলেন, আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের গড়া কমিটি আমরা মানবো না। আমরা অভিযোগ তদন্তে প্রস্তুত আছি, কিন্তু সেই তদন্ত প্রক্রিয়া অবশ্যই স্বচ্ছ হতে হবে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দল যখন তদন্ত করবে, তখন সেই তদন্ত কাজ কিভাবে নিরপেক্ষ ও স্বচ্ছ হতে পারে? পাকিস্তান মুসলিম লীগ ইমরানের বিরুদ্ধে নোংরা খেলায় মেতেছে বলেও অভিযোগ করেন তিনি।
×