ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মার্কেটে অভিযান মালয়েশিয়ায় অর্ধ শতাধিক বাংলাদেশী আটক

প্রকাশিত: ০৭:৫৮, ৬ আগস্ট ২০১৭

মার্কেটে অভিযান মালয়েশিয়ায় অর্ধ শতাধিক বাংলাদেশী আটক

বিডিনিউজ ॥ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশী অধ্যুষিত এলাকা কোতারায়া জালান সিলাংয়ের ‘বাংলা মার্কেটে’ অভিযানে অবৈধ অভিবাসীদের আটক করা হয়েছে, যাদের মধ্যে বাংলাদেশীরাও রয়েছেন। কুয়ালালামপুরে থাকা বাংলাদেশের দূতাবাস কতজন বাংলাদেশীকে আটক করা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি। তবে ওই এলাকার একজন বাংলাদেশী ব্যবসায়ী বলেছেন, ৫০ থেকে ৬০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন। মালয়েশিয়ার অভিবাসন পুলিশ, কাস্টম বিভাগ ও কুয়ালালামপুর সিটি কর্পোরেশন যৌথভাবে শনিবার স্থানীয় সময় বেলা ১২টা থেকে প্রায় আড়াই ঘণ্টা এই অভিযান চালায়। অভিযান সম্পর্কে কোতারায়া বাংলাদেশ ব্যবসায়ী সমিতির সভাপতি রাশেদ বাদল বলেন, আমরা আইন মেনে ব্যবসা করছি কি না তা তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন। আমাদের সতর্ক করেছেন যেন আইন মেনে ব্যবসা করি এবং অবৈধ শ্রমিক নিয়োগ না দিই। ওই সময় বাংলা মার্কেটে কেনাকাটা করতে আসা ৫০ থেকে ৬০ জন অবৈধ বাংলাদেশীকে আটক করে তারা। বাংলাদেশী ব্যবসায়ীদের প্রতি মালয়েশিয়ার অভিবাসন, কাস্টম ও কুয়ালালামপুর সিটি কর্পোরেশনের আইন মেনে ব্যবসা করার আহ্বান জানান রাশেদ বাদল।
×