ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গণতান্ত্রিক বিকাশে যে কোন জোটকে স্বাগত জানানো হবে ॥ আমু

প্রকাশিত: ০৬:০১, ৬ আগস্ট ২০১৭

গণতান্ত্রিক বিকাশে যে কোন জোটকে স্বাগত জানানো হবে ॥ আমু

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশের গণতান্ত্রিক শক্তির বিকাশের জন্য যে কোন রাজনৈতিক দলের জোটকে স্বাগত জানানো হবে। তবে তারা জোটের নামে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আঘাত করতে চাইলে রাজনৈতিকভাবেই তাদের মোকাবেলা করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র এবং দেশের বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক মুক্তিযোদ্ধা শেখ কামালের ৬৮তম জন্মদিন উপলক্ষে শনিবার দুপুরে রাজধানীর ধানম-ির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আমির হোসেন আমু বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। অনেক কোয়ালিশন (জোট) হবে। গণতান্ত্রিক পর্যায়ে তা হতেই পারে। কিন্তু দেশবিরোধী কোন ষড়যন্ত্র হচ্ছে কি-না সে বিষয়ে সবার সতর্ক থাকতে হবে।’ তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতসহ যারা মহান মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার চলছে। যুদ্ধাপরাধের বেশ কয়েকটি মামলার রায় হয়েছে এবং বিচারের রায়ও কার্যকর হয়েছে।
×