ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

প্রকাশিত: ০৬:০০, ৬ আগস্ট ২০১৭

কেন্দ্রীয় শহীদ মিনারের  সামনে ট্রাকের  ধাক্কায় কলেজ ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ট্রাকের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় তার এক বন্ধু গুরুতর আহত হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ১২ লাখ টাকার আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করা হয়েছে। শনিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ট্রাকের ধাক্কায় শুভ্র বিশ্বাস (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনার রায়হান (১৮) নামের তার বন্ধু আহত হয়েছে। নিহতের বন্ধু মিতুল জানায়, এ বছর শুভ্র মিরপুর কমার্স কলেজ থেকে দ্বাদশ শ্রেণী থেকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়। তার বাবার নাম সুনীল বিশ্বাস। তারা আজিমপুর সরকারী কোয়ার্টারে থাকেন। তিনি জানান, শুক্রবার রাতে তার এক বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠানে চকবাজার খাজে দেওয়ান এলাকায় যায়। ভোর সাড়ে ৪টার দিকে রায়হানকে নিয়ে কোমল পানীয় কিনতে মোটরসাইকেল নিয়ে বের হয়। শহীদ মিনারের সামনে ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল ধুমড়ে মুচড়ে যায়। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ভোর ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, দুপুরে ঢামেক মর্গে শুভ্র বিশ্বাসের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর আহত রায়হানকে চিকিৎসা দেয়া হচ্ছে।
×