ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতেশ্বরী হোমসে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: ০৬:০০, ৬ আগস্ট ২০১৭

ভারতেশ্বরী হোমসে শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৫ আগস্ট ॥ টাঙ্গাইলের মির্জাপুরে ভারতেশ্বরী হোমসে সুমি আক্তার নামে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে মির্জাপুরের আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের ব্যবসায়ী শহিদ সিকদারের মেয়ে। শনিবার সন্ধ্যায় ভারতেশ্বরী হোমসের প্রিন্সিপাল প্রতিভা হালদার বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রমতে, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে হোমসের স্টাফরা ডাইনিংয়ের একটি বাথরুমে পাইপের সঙ্গে সুমিকে ঝুলতে দেখে শিক্ষকদের খবর দেন। স্টাফ ও শিক্ষকরা এসে তাকে সেখান থেকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, ২০১৫ সালে সুমি আক্তার ভারতেশ্বরী হোমসে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়। এক সপ্তাহ আগে সুমির বাবা শহিদ শিকদার হোমসে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করে গেছেন। শুক্রবার অভিভাবক দিবসেও সুমিকে তার বাবা দেখে যান। সুমির বাবা জানান, তার মেয়ের সঙ্গে দেখা করার সময় সুমি বারবার হোমস থেকে চলে এসে অন্যত্র লেখাপড়া করার কথা বলেছে। এছাড়া সিনিয়র ক্লাসের মেয়েরা সুমির সঙ্গে দুর্ব্যবহার করত বলেও তিনি মেয়ের কাছ থেকে জানতে পেরেছিলেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সুমির মরদেহ তাদের হেফাজতে রয়েছে।
×