ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আবদুল জব্বারের পাশে দাঁড়ানোর আহ্বান শিল্পীদের

প্রকাশিত: ০৫:৫৯, ৬ আগস্ট ২০১৭

আবদুল জব্বারের পাশে দাঁড়ানোর আহ্বান  শিল্পীদের

স্টাফ রিপোর্টার ॥ দেশের স্বাধীনতা সংগ্রামে অনেকের মতো তিনিও লড়েছিলেন। অস্ত্রের বদলে কণ্ঠ হয়েছিল তার হাতিয়ার। গান গেয়ে কলকাতার বিভিন্ন ক্যাম্প ঘুরে ঘুরে অনুপ্রেরণা যুগিয়েছেন মুক্তিসেনাদের। সুরের আশ্রয়ে উচ্চারণ করেছেন শত্রুকে পরাজিত করে বাংলার স্বাধীনতার কথা। মাধুর্যময় কণ্ঠে গেয়েছেন ‘জয় বাংলা বাংলার জয়’ কিংবা ‘সালাম সালাম হাজার সালাম’। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই কণ্ঠযোদ্ধা আবদুল জব্বারের শারীরিক অবস্থা এখন সঙ্কটাপন্ন। চিকিৎসাধীন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ)। কিডনিসহ নানা সমস্যায় আক্রান্ত এই শিল্পীকে বাঁচাতে বিপুল অর্থের প্রয়োজন। সেই অর্থের সংস্থানে এবার তার পাশে দাঁড়ালেন অন্য শিল্পীরা। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর প্রযোজনীয়তা অনুভব করছেন শিল্পীরা। এ কারণেই সবাইকে অসুস্থ শিল্পীর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। উন্নত চিকিৎসার জন্য শিল্পীকে বিদেশে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে সরকারী কর্তৃপক্ষসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছে। শীঘ্রই আবদুল জব্বারকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করান না গেলে তার জীবন সঙ্কটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সহযোদ্ধা শিল্পীরা। আবদুল জব্বারের চিকিৎসা সহায়তার জন্য ‘কণ্ঠশিল্পী মোঃ আব্দুল জব্বার চিকিৎসা সহায়তা কমিটি’র ব্যানারে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। শিল্পীদের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক তিমির নন্দী ও সদস্য ইন্দ্রমোহন রাজবংশী। উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব আলী আশরাফ আখন্দসহ অনেকে। তিমির নন্দী বলেন, সঙ্কটাপন্ন অবস্থায় দেশের বাইরে চিকিৎসা করতে গেলে বিপুল অর্থের প্রয়োজন। এত টাকা তার (আবদুল জব্বার) পরিবারের পক্ষে দেয়া সম্ভব নয়। সরকারের কাছে বিনীত অনুরোধ, তাকে অতিদ্রুত এয়ার এ্যাম্বুলেন্সে করে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা ও ব্যবসায়ী সংগঠনের প্রতি আর্থিক সহায়তা প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, আবদুল জব্বারের জন্য অর্থনীতিবিদ ড. আবুল বারকাত ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামকে উপদেষ্টা করে এবং শিল্পী তিমির নন্দীকে আহ্বায়ক ও গীতিকার আলী আশরাফ আখন্দকে সদস্য সচিব করে ‘কণ্ঠশিল্পী মোঃ আব্দুল জব্বার চিকিৎসা সহায়তা কমিটি’ গঠন করা হয়েছে। এ ব্যানারে শিল্পকলা একাডেমিসহ রাজধানীর উত্তরা, বনানী, পুরান ঢাকায় দর্শনীর বিনিময়ে চ্যারিটি শোর আয়োজন করা হবে। আবদুল জব্বারের ছোট ছেলে বাবু জব্বার বলেন, হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নিয়ে কিডনি ডায়ালিসিসের চেষ্টা চলছে। সামগ্রিকভাবে বাবার শারীরিক অবস্থা ভাল নয়। উন্নত চিকিৎসার জন্য বাবাকে যত দ্রুত সম্ভব বিদেশে নেয়া উচিত। আবদুল জব্বার আড়াই মাস ধরে বিএসএমএমইউতে চিকিৎসাধীন। তিনি কিডনি, হার্ট, প্রস্টেটসহ নানা জটিলতায় আক্রান্ত।
×