ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্কলারশিপ

প্রকাশিত: ০৫:৪৭, ৬ আগস্ট ২০১৭

স্কলারশিপ

স্কলারশিপ সম্পর্কে অনেকের মনেই বিভিন্ন ধরনের প্রশ্ন উঁকি দেয়-স্কলারশিপ কে দেয়, কেন দেয়, কিভাবে এর জন্য চেষ্টা করতে হবে, কারা স্কলারশিপ পাওয়ার যোগ্য, এজন্য কী ধরনের ফল প্রয়োজন ইত্যাদি। অনেক সময়ই আমরা এ সম্পর্কে সঠিক তথ্য জানতে পারি না বলে, স্কলারশিপ পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও, শুধু জানার অভাবে চেষ্টাই করি না। আসুন, জেনে নেই স্কলারশিপের কিছু অজানা তথ্য। ১. স্কলারশিপের জন্য কোন নির্দিষ্ট পরিমাণ অর্থ হয়তো আপনার কাছ থেকে দাবি করা হয় ফি বা চার্জ হিসেবে। তাহলে দ্রুত খবর নিন। এটি সত্য হলে ভাল, যদিও প্রতারণার আশঙ্কাই বেশি। ২. স্কলারশিপ ফাউন্ডেশনের ব্যাপারে খুব সতর্ক থাকবেন। যারা দরখাস্ত ফি বা এ সংক্রান্ত যে কোন ধরনের অর্থ দাবি করে। তাদের ব্যাপারে সতর্ক হোন। ৩. সাধারণত মেধাবীরাই স্কলারশিপ পেয়ে থাকেন। কিন্তু ভাল ফল ছাড়াও এমন অনেকেই স্কলারশিপ পেয়ে থাকেন। যাদের হয়তো ভবিষ্যত কর্মপরিকল্পনা খুব ভাল অথবা পাঠ্যবহির্ভূত বিষয়ে যোগ্যতা রয়েছে। আবার অনেক ক্ষেত্রেই প্রার্থী তার প্রেক্ষাপট, তার পঙ্গুত্ব বা শারীরিক বৈকল্য, মেম্বারশিপ, ধর্মীয় কারণে বা সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হওয়ার কারণেও স্কলারশিপ পেয়ে থাকেন। এছাড়াও অনেক গবেষণাধর্মী কাজের জন্যও স্কলারশিপ দেয়া হয়। এজন্য জিপিএর চেয়ে গবেষণামূলক বিষয়গুলোই বেশি গুরুত্ব পায়। ৪. আপনি যদি আবেদনের নিয়মাবলী সঠিকভাবে পূরণ করতে ব্যর্থ হন, তাহলে স্কলারশিপ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থেকে যায়। চাহিদানুযায়ী সর্বনিম্ন জিপিএ, নির্ধারিত সময়ে শিক্ষা শেষ করতে না পারা, ক্লাসে উপস্থিত না থাকা, ছুটিকালীন নিষেধাজ্ঞা, শিক্ষার বিষয়বস্তু, পছন্দনীয় কলেজ, খেলাধুলা বা এ সংক্রান্ত বিষয়ের কারণে স্কলারশিপ প্রাপ্তিতে বাধা আসতে পারে। তাই শর্তগুলো ভালভাবে জেনে নিন। ৫. আগে জেনে নেয়ার চেষ্টা করুন, আপনি কতগুলো স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। যেগুলোতে আপনার যোগ্যতা নেই বা কম, সেগুলোর পেছনে সময় নষ্ট করবেন না। আপনি আপনার যোগ্যতা অনুসারে আবেদন করুন। প্রতারণার ধরন ১. প্রতারকরা সাধারণত স্কলারশিপ আবেদনকারীদের বিভিন্ন তথ্য সরবরাহের কথা বলে বিভিন্ন সময় অর্থ আদায় করে থাকে। ২. স্কলারশিপ ফান্ডগুলোর ৮৫ শতাংশই পেশাজীবী স্কলারশিপ খাতে ব্যয় হয়। অর্থাৎ, অনেক প্রতিষ্ঠান তাদের কর্মকর্তাদের উচ্চতর প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করে থাকে। অনেকে ভুলবশত একে শিক্ষাবিষয়ক স্কলারশিপ মনে করে থাকেন। ক্যাম্পাস প্রতিবেদক
×