ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিরল কীর্তি

প্রকাশিত: ০৫:৩৮, ৬ আগস্ট ২০১৭

বিরল কীর্তি

কখনও কামাই না করে অবিরাম ২৯০৬ দিন বিদ্যালয়ে উপস্থিত থেকে বিরল নজির গড়ল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। ভার্গব মোদি নামের ওই ছাত্র কেজি থেকে দ্বাদশ শ্রেণী অবধি কখনও ক্লাস মিস করেনি। ২০১৭ সালে বাণিজ্য বিভাগে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাস করার সঙ্গে সঙ্গে বিশ্ব রেকর্ডের মুখে পৌঁছে গেছে ভার্গব। স্কুলে না যাওয়ার জন্য অনেক ছাত্র নানারকম বাহানা দেখায়। কিন্তু ভারতীয় ছাত্র ভার্গব স্কুলে যেতে দারুণ পছন্দ করে। সুরাটের পি আর খটিওয়ালা বিদ্যাসঙ্কুলের এই ছাত্র সিনিয়র কেজি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত গত ১৪ বছরে কোনদিন স্কুল কামাই করেনি। সবমিলিয়ে মোট স্কুল হাজিরা ২৯০৬ দিন। এর আগে এই রেকর্ড ছিল ভার্গবের বড় ভাইয়ের দখলে। ওই স্কুলেরই ছাত্র বৎসল মোদি ২৫৩৭ দিন স্কুল হাজিরা দিয়ে রেকর্ডের অধিকারী হন। এবার সেই রেকর্ডই ভেঙ্গে দিল ভার্গব। বিরল কীর্তির কথা জানিয়ে তার নাম নথিভুক্ত করা হয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস কর্তৃপক্ষের কাছে। পাশাপাশি নাম পাঠানো হয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস, ইউনিক ওয়ার্ল্ড রেকর্ড এবং ইন্ডিয়া স্টার বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। ওয়েবসাইট অবলম্বনে।
×