ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপির কোন প্রস্তাব বাস্তব সম্মত নয় ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:৩১, ৬ আগস্ট ২০১৭

বিএনপির কোন প্রস্তাব বাস্তব সম্মত নয় ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৫ আগস্ট ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যত প্রস্তাবই দিক না কেন তাদের কোন প্রস্তাব বাস্তবসম্মত নয়। তারা নির্বাচনকে হয় বানচাল করা আর তা না হলে বিতর্কিত করার চেষ্টা করছে। কিন্তু এটা তারা পারবে না। তিনি আরও বলেন, সহায়ক সরকার বলে দুনিয়ার কোথাও কোন সংবিধানে নেই। ২০১৪ সালের ৫ জানুয়ারি তারা নির্বাচন না করে ভুল করেছে। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে অংশ নেবে তারা। তার কোন বিকল্প নেই। এর আগে উপজেলা পরিষদ ভবন উদ্বোধনকালে এলজিআরডিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার ভোটের জন্য নয়, উন্নয়ন করছেন দেশের মানুষের জন্য; যার ধারাবাহিকতায় দ্বীপজেলা ভোলার চরফ্যাশন উপজেলায় উন্নয়ন কাজ দেখতে এখানে আসেন। শনিবার দুপুরে ভোলা চরফ্যাশন উপজেলা পরিষদের নতুন ভবন উদ্বোধনের পর সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। এছাড়াও মন্ত্রীগণ বিকেলে ভোলার লালমোহন ও বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট, মনিরাম বাজার, বোরহানউদ্দিন বাসস্ট্যান্ড মোড়ে পথসভায় বক্তব্য রাখেন। সন্ধ্যায় ভোলা বাংলাবাজারে আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিট টুলুর সভাপতিত্বে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখেন। দিনব্যাপী এসব কর্মসূচীতে ভোলা জেলার আওয়ামী লীগের নেতাকর্মীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। চরফ্যাশন থেকে ভোলা সদর পর্যন্ত ৬০ কিলোমিটার সড়কে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। ভোলার চারটি উপজেলায় পথসভা, সুধী সমাবেশ ও জনসভায় বক্তব্য রাখেন বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লা আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, হাবিবে মিল্লাত মুন্না এমপি, এলজিআরডি মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কম্পিউটার ইঞ্জিনিয়ার খন্দকার মাসরুর হোসেন মিতু। বাণিজ্যমন্ত্রী সমাবেশে বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে। সংসদ বহাল থাকবে, যার সরকারপ্রধান থাকবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৩টায় ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও লালমোহন আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওনের সভাপতিত্বে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ লালমোহনের জনসভায় বলেন, বিএনপির আমলে মেজর হাফিজের বাহিনীর আওয়ামী লীগের নেতাকর্মীসহ সংখ্যালঘুদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন, লালমোহন তজুমদ্দিনের মানুষ ইতোপূর্বে অবহেলিত ছিল। এখানে এমপি নুরুন্নবী শাওনের নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হচ্ছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আরও বলেন, এখন তার স্বপ্ন হলো বরিশালের সঙ্গে সড়কপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জন্য কাজ করা। এলজিআরডি মন্ত্রী আরও বলেন, এই চরফ্যাশনে যে উন্নয়ন হয়েছে তা দুই শ’ বছরেও বিএনপি করতে পারবে না। বিএনপি বলে আওয়ামী লীগ ভোটে হারবে; ৫০টি আসনও পাবে না। তারা ত্রিশটি আসন পাবে কিনা তাই দেখেন।
×