ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দু’কোটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে

প্রকাশিত: ০৫:৩১, ৬ আগস্ট ২০১৭

দু’কোটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় শনিবার আনন্দমুখর পরিবেশে সারাদেশে ২ কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। ক্যাম্পেনকে কেন্দ্র করে দেশের কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার বেলা বারটায় শ্যামলীর ঢাকা শিশু হাসপাতালে এই ক্যাম্পেনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেন উদ্যাপিত হয়। ভিটামিন ‘এ’ ক্যাম্পেন সফল করায় শনিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। শনিবার রাজধানীর শ্যামলীতে ঢাকা শিশু হাসপাতাল প্রাঙ্গণে কেন্দ্রীয়ভাবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ এএইচএম এনায়েত হোসেন, ঢাকা শিশু হাসপাতালের ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক শায়লা খাতুন প্রমুখ। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সারাদেশ থেকে খবর নিয়েছি। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই আনন্দমুখর পরিবেশে দু’কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শনিবার সকাল থেকেই ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাট ইত্যাদি স্থানে অবস্থান করে। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ৩ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেন। তবে দুর্গম এলাকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেন পর্যালোচনার জন্য ক্যাম্পেন-এর দিন প্রতিটি উপজেলায়, জেলায় ও কেন্দ্রে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা ছিল। এ কর্মসূচী সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে এদেশে প্রায় ২৪ ভাগ শিশু মৃত্যু রোধ করা সম্ভব। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্র খোলা রাখা হয়। সকলের সহযোগিতায় কর্মসূচী সফল হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীর শাহবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষে দু’চোখে আঘাত পাওয়া তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানেরে চোখের অপারেশন হয়ে গেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তার জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সিদ্দিকুরকে চেন্নাইয়ে পাঠানো হয়েছে। শুক্রবার তার চোখের অপারেশন হয়ে গেছে। যদিও প্রাথমিকভাবে জানানো হয়েছিল সম্ভাবনা কম। আজ ব্যান্ডেজ খুলবে। আমরা সবাই দোয়া করব। চোখে দেখুক, আর না দেখুক সিদ্দিকুরের পরিবারের অর্থ সঙ্কট দূর করতে স্বাস্থ্য অধিদফতরে চাকরি দেয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। ঢাকা শিশু হাসপাতালে ক্যাম্পেনের উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। শুধু বছরে ২ বার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ফলে ভিটামিন ‘এ’এর অভাবজনিত রাতকানা রোগের হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ১৯৮২ সালে যেখানে বছরে শতকরা ৩.৭৬ জন শিশু রাতকানা রোগে আক্রান্ত হতো, এখন সেখানে এই হার শতকরা ০.০৪ ভাগে নেমে এসেছে। এটা সম্ভব হয়েছে সরকার পরিচালিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেন এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে। ক্যাম্পেন দিবসে একটি শিশুও যেন বাদ না পড়ে; উদ্দিষ্ট সকল শিশুকেই যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। বছরে ২ বার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশুদের আমরা রাতকানা, অন্ধত্ব, অপুষ্টি ও বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করতে পারি।
×