ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফিলিপিন্সে মামলা থাকায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করা যাচ্ছে না ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৫:২৭, ৬ আগস্ট ২০১৭

ফিলিপিন্সে মামলা  থাকায় তদন্ত প্রতিবেদন প্রকাশ  করা যাচ্ছে না ॥ অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সে মামলা থাকার কারণে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা যাচ্ছে না। মামলাটি এক পর্যায়ে গেলে রিপোর্ট প্রকাশ করা হবে। মন্ত্রী শনিবার সিলেটে একটি অভিজাত হোটেলে এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, ইতোমধ্যে সেই দেশের ব্যাংক বলে দিয়েছে টাকা ফেরত দেবে না। এখন রিপোর্ট প্রকাশ করলে সেটা হিতে বিপরীত হতে পারে। সে কারণে রিপোর্টটি প্রকাশ করা যাচ্ছে না। পানামা পেপারস কেলেঙ্কারিতে যাদের নাম আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, তাদের বিষয়ে তদন্ত চলছে। দুদক বিস্তারিত খোঁজখবর নিচ্ছে। তারা প্রতিবেদন দিলেই ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ঐ বছরের ১৫ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের এ্যাকাউন্টস এ্যান্ড বাজেটিং বিভাগের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা করেন। মানি লন্ডারিং প্রতিরোধ এবং তথ্য ও প্রযুক্তি আইনে অজ্ঞাত পরিচয়দের আসামি করা হয়েছে। সাইবার জালিয়াতির মাধ্যমে চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার রিজার্ভের অর্থ ফিলিপিন্সের রিজল ব্যাংকে যাওয়ার পর ইতোমধ্যে দেড় কোটি ডলার ফেরত এসেছে, বাকি অর্থ উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। এর আগে সকাল ১০টায় সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর রোজভিউ হোটেলে ‘মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য পদক্ষেপ নেয়া জরুরী, এর জন্য সরকারের পাশাপাশি জনগণকেও আরও সচেতন হতে হবে। মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা জনস্বাস্থ্যের সঙ্গে সম্পৃক্ত। কাজেই এ ব্যাপারে জনসচেতনতা বাড়াতে হবে। সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আনিছুর রহমান উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষজ্ঞ মতামত উপস্থাপন করেনÑ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আলমগীর।
×