ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরও ১০ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা দেয়া হচ্ছে

প্রকাশিত: ০৫:২২, ৬ আগস্ট ২০১৭

আরও ১০ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা দেয়া হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ নতুন করে আরও ১০ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণা দিতে যাচ্ছে সরকার। সরকার ২০২১ সালের মধ্যে সব ঘরে বিদ্যুত পৌঁছে দেয়ার ঘোষণা দিয়েছে। বিদ্যুত বিভাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নে ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুত’ প্রকল্প বাস্তবায়ন করছে। এর আগে আরও ২৫টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত হিসেবে ঘোষণা করা হয়েছে। যদিও বিদ্যুত বিভাগ দাবি করেছে এ সংখ্যা ৩৩টি। এবার শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণা আসেছে বাগেরহাটের মোল্লাহাট ও ফকিরহাট, দিনাজপুরের হাকিমপুর, ঝিনাইদহের কোটচাঁদপুর, সিলেট সদরের পাশাপাশি জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা,, কুষ্টিয়ার ভেড়ামারা, কিশোরগঞ্জের ভৈরব, চট্টগ্রামের সীকাকু- এবং নরসিংদী সদর উপজেলা। বিদ্যুত বিভাগ বলছে, চলতি মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলাগুলোকে শতভাগ বিদ্যুতায়িত হিসেবে ঘোষণা করবেন। এর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এএসপিসিএলের ৪৫০ মেগাওয়াট এবং কেরানীগঞ্জের বসিলায় সিএলসি পাওয়ার লিমিটেডের ১০০ মেগাওয়াটের একটি তেলচালিত বিদ্যুত কেন্দ্র এবং ভারতের ত্রিপুরা থেকে আরও ৬০ মেগাওয়াট বিদ্যুত আমদানির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। তবে এর আগে আরইবি শতভাগ উজেলাকে বিদ্যুতায়িত করার যে পরিকল্পনা হাতে নিয়েছিল তার সফলতা নিয়ে এখন প্রশ্ন উঠছে। গত বছরের ৫ আগস্ট ছয়টি উপজেলাকে প্রথম দফা শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণার সময় আরইবি জানিয়েছিল, ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে আরও ২৮টি, ২০১৭ সালের জুনের মধ্যে ৭৫টি, ডিসেম্বরের মধ্যে ৭৯টি, ২০১৮ সালের জুনে ১১১টি, ডিসেম্বরে ১৭৬টি উপজেলা বিদ্যুতায়নের আওতায় আসবে। এ সময়ের মধ্যে মোট ৪৬৫ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন হয়ে যাবে। কিন্তু আরইবি নতুন এ ১০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন হলে মোট ৪৩টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত বলে দাবি করতে পারবে। যদিও এ সময়ের মধ্যে তারা ৭৫টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত বলে ঘোষণা করতে চেয়েছিল। মন্ত্রণালয় সূত্র জানায়, উপজেলাগুলোকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনার জন্য ৩১ হাজার কোটি টাকা খরচ করছে সরকার। এজন্য মোট ১৪টি প্রকল্প হাতে নিয়েছে আরইবি। আরও কিছু নতুন প্রকল্প হাতে নেয়া হবে। এ প্রক্রিয়ায় গ্রিড সংযুক্ত এলাকায় শতভাগ বিদ্যুত পৌঁছে দেয়া হবে। আর যেখানে গ্রিড পৌঁছায়নি সেখানকার বাসিন্দাদের জন্য সোলারের মিনিগ্রিড তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে বিচ্ছিন্ন চরের বাসিন্দাদের এমন কয়েকটি মিনিগ্রিড দিয়ে বিদ্যুত সরবরাহ করা হচ্ছে। সরবারের পাশাপাশি বেসরকারী উদ্যোক্তারাও মিনিগ্রিড তৈরি করছেন। এর আগে বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ২০২১ সালের মধ্যে সারাদেশে বিদ্যুত দেয়ার যে ঘোষণা প্রধানমন্ত্রী দিয়েছেন, তার অংশ হিসেবে ২০১৮ সালের মধ্যেই ৯৫ শতাংশ জায়গায় বিদ্যুতায়ন করতে পারবেন তারা।
×