ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রুশ-মার্কিন সম্পর্ক নিয়ে টিলারসন-লাভরভ শীঘ্রই বৈঠক

প্রকাশিত: ০৫:১০, ৬ আগস্ট ২০১৭

রুশ-মার্কিন সম্পর্ক নিয়ে টিলারসন-লাভরভ শীঘ্রই বৈঠক

ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় বৈঠকে বসতে সম্মত হয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে এ বৈঠক হবে। খবর এএফপির। ম্যানিলায় চলতি মাসের ৬ থেকে ৮ তারিখ পর্যন্ত আসিয়ান আঞ্চলিক নিরাপত্তা ফোরামের বৈঠক হবে। এর অবকাশে টিলারসন-লাভরভ আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়। শুক্রবার ফোনালাপের মাধ্যমে এ বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে রুশ মন্ত্রণালয় জানায়, এ বৈঠকের বিষয়ে উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। বৈঠকে উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কী পদক্ষেপ নেয়া উচিত সে বিষয়ে আলোচনা করবেন তারা। রুশ-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক বিপজ্জনকভাবে তলানিতে এসে ঠেকেছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণের পর দুইদেশের শীর্ষ কূটনীতিকরা ফোনালাপ করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসেন বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ তলানিতে রয়েছে এবং তা আরও অবনতির দিকে যাচ্ছে। সাংবাদিকদের তিনি বলেন, প্রথম মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে আমি সেদিকেই ইঙ্গিত করেছিলাম। শীতল যুদ্ধের পর সম্পর্কের এতটা অবনতি কখনও ঘটেনি। পরবর্তীতে তা আরও খারাপের দিকে যাবে। তিনি বলেন, গত সপ্তাহে কিংবা পরবর্তীতে যা কিছু ঘটছে তাতে দুইদেশের সম্পর্ক ক্রমে থিতিয়ে পড়ছে। আমরা সম্পর্কের স্থিতিশীলতার ক্ষেত্রে কয়েকটা পর্যায় বজায় রাখতে পারি। পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে সমাধানের উপায় বের করতে আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। প্রকাশ্য সংঘাতে না গিয়ে আমাদের মতপার্থক্য দূর করার উপায় বের করতে আমরা কী চেষ্টা করে যেতে পারি না? যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে আমরা পারস্পরিকভাবে একই লক্ষ্য অর্জনে কাজ করে যেতে পারি। সেক্ষেত্রে আমরা সিরিয়াকে বেছে নিয়েছি। আমরা সেখানে একসঙ্গে কাজ করতে পারি কিনা; তা পরীক্ষা করে দেখছি। কারণ আমরা দুইদেশই আইএসআইএস, দায়েস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর পতন চাই। পশ্চিম ইউক্রেনের সংঘাত নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা মিন্সক চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়েছি। মস্কোর ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া কিংবা সম্পর্কে ভারসাম্য ফিরিয়ে আনার সঙ্গে বিষয়টি সরাসরি যুক্ত।
×