ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিউজিক ভিডিও ‘মাঝে মাঝে তব দেখা পাই’

প্রকাশিত: ০৪:৪৭, ৬ আগস্ট ২০১৭

মিউজিক ভিডিও ‘মাঝে মাঝে তব দেখা পাই’

স্টাফ রিপোর্টার ॥ আজ ২২ শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবি গুরুর এ প্রয়াণ দিবস উপলক্ষে ক্ল্যাসিক্যাল গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ শোয়েব ও নদী গেয়েছেন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের তুমুল শ্রোতাপ্রিয় গান ‘মাঝে মাঝে তব দেখা পাই’। রেজোয়ান শেখের মিউজিক এ ইতোমধ্যে গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। জসিম মন ও আশিকের পরিচালনায় গানটিতে মডেল হয়েছেন মোঃ আনোয়ার হোসেন অরণ্য পাশা ও নাইরুজ সিফাত। গানটি সম্পর্কে শোয়েব বলেন, রবীন্দ্রসঙ্গীত খুব প্রিয়। গানটি গাইতে গিয়ে বেশ কয়েকবার ভেবেছি। যেহেতু গানটি তুমুল জনপ্রিয় সেটি নতুন করে গাওয়া। একটু চ্যালেঞ্জ এর বিষয়। আমি ভিন্ন কিছু দেয়ার চেষ্টা করেছি। আশা করি শ্রোতাদের ভাল লাগবে। গানটি সম্পর্কে ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার কণ্ঠশিল্পী ধ্রুব গুহ বলেন, সারা বছরই আমরা গান প্রকাশ করতে চাই। রবীন্দ্রসঙ্গীত যেহেতু আমার একটি ভাললাগার জায়গা। সেহেতু ব্যবসায়ীক চিন্তা না করে বেশ ভাল বাজেটে এ মিউজিক ভিডিও তৈরী করেছি। আশা করি দর্শক-শ্রোতাদের ভাল লাগবে। ‘মাঝে মাঝে তব দেখা পাই’ গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউবে মুক্তি পাচ্ছে আ্জ। সেই সঙ্গে বেশ কয়েকটি চ্যানেলে গানটি প্রচার হবে বলে জানা গেছে।
×