ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোহেল মেহেদীর ‘বলা হলো না’

প্রকাশিত: ০৪:৪৭, ৬ আগস্ট ২০১৭

সোহেল মেহেদীর  ‘বলা হলো না’

স্টাফ রিপোর্টার ॥ ‘চোখে চোখ রাখলেই শুধু কথা হলো না, হাতে হাত ধরলেই শুধু ছোঁয়া হলো না’ এমন কথার নতুন একটি গান শ্রোতাদের উপহার দিলেন সঙ্গীতশিল্পী সোহেল মেহেদী। গানটি লিখেছেন তারেক ফিরোজ আর সুর এবং সঙ্গীতায়োজন করেছেন রাজিব হোসাইন। ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গত ৩ আগস্ট প্রকাশিত হয় সোহেল মেহেদীর ‘বলা হলো না ’ শিরোনামের নতুন গানটি। গানের সঙ্গে সোহেল মেহেদীর সখ্য সেই ছোটবেলা থেকেই। তবে পেশাগতভাবে গান করছেন তিনি দেড় যুগেরও বেশি সময়। এরই মধ্যে বাজারে এসেছে তার ছয়টি একক এ্যালবাম। তবে এখনও পর্যন্ত প্রকাশিত গানগুলো থেকে ‘বলা হলো না’ গানটি অনেকটা ব্যতিক্রম। শ্রোতারা এই গানের মধ্য দিয়ে সোহেল মেহেদীকে পাবে এক নতুন রূপে। কেননা গানটির সঙ্গীতায়োজনে রাজীব হোসাইন রেখেছেন ওয়েস্টার্ন এবং এ্যারাবিকের ছোঁয়া। গানটি প্রসঙ্গে সোহেল মেহেদী বলেন, আমার নতুন এই গানটি একেবারেই ভিন্ন ধাঁচের। আমাদের দেশে এরকম গান হয় না বললেই চলে। শ্রোতারা গানটি শুনলেই তা বুঝতে পারবেন। তারেক ফিরোজের সাবলীল শব্দের গাঁথুনি আর রাজীব হোসাইনের চমৎকার সঙ্গীতায়োজনে গানটি অসাধারণ হয়েছে। আশা করছি গানটি সবার ভাল লাগবে।
×