ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রবীন্দ্র প্রয়াণ দিবসের বিশেষ নাটক ‘চারু এবং অন্যান্য’

প্রকাশিত: ০৪:৪৬, ৬ আগস্ট ২০১৭

রবীন্দ্র প্রয়াণ দিবসের বিশেষ নাটক ‘চারু এবং অন্যান্য’

সংস্কৃতি ডেস্ক ॥ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আজ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে এনটিভি। এরই ধারাবাহিকতায় আজ বেলা ১-০৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘চারু এবং অন্যান্য’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে নাটক ‘চারু এবং অন্যান্য’। তুহিন অবন্তর চিত্রনাট্য রচনা ও পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, বিদ্যা সিনহা সাহা মীম, মাজনুন মিজান, আজিজুল হাকিম, নির্মি মৌ প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে আইনবিদ ভূপতি সারাক্ষণ ব্যস্ত থাকেন ইংরেজীচর্চা আর তার প্রেস ব্যবসা নিয়ে। স্ত্রী চারুকে একেবারেই সময় দিতে পারে না। নিঃসঙ্গতায় ভোগে চারু, তার সময় কাটে অলসভাবে বই পড়ে। এই সংসারে থাকে ভূপতির মাসতুতো ভাই অমল। অমল সবেমাত্র বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাঠ শেষ করেছে, এখনও বেকার। স্বাভাবিকভাবেই একে অপরকে বন্ধু করে নেয়। অমল আর চারু আড্ডার ফাঁকে ফাঁকে নানা সাহিত্যচর্চায় মেতে ওঠে, বাড়ি সাজানোর নানা পরিকল্পনা করতে থাকে। ধীরে ধীরে অমলের প্রতি চারুর গভীর প্রেম জন্ম নেয়। অমলের মধ্যেও প্রেম জাগে চারুর প্রতি। আর তখনই ভূপতির প্রেস ব্যবসা পড়ে হুমকির মুখে। ধার দেনায় চিন্তিত হয়ে পড়ে ভূপতি। অবস্থা পর্যবেক্ষণ করে অমল এক রাতে বাড়ি ছেড়ে চলে যায় চাকরির সন্ধানে। আবার নিঃসঙ্গ হয় চারু।
×