ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যাত্রিক নাট্যগোষ্ঠীর ৪২ বছর পূর্তি উৎসব

প্রকাশিত: ০৪:৪৬, ৬ আগস্ট ২০১৭

যাত্রিক নাট্যগোষ্ঠীর ৪২ বছর পূর্তি উৎসব

স্টাফ রিপোর্টার ॥ তরুণ প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধকরণ এবং সমাজ বিকাশে সাংস্কৃতিক চর্চার দায় নিয়ে ১৯৭৫ সালের ২৩ জুন যাত্রিক নাট্যগোষ্ঠীর পথচলা শুরু। দীর্ঘ এই পথচলায় যাত্রিকের সাংস্কৃতিক কর্মকা-ের মধ্যে অন্যতম ছিল নাটক মঞ্চায়ন। যাত্রিক সর্বমোট ৪৯টি প্রযোজনার ২৬৯টি মঞ্চায়ন, ৮টি প্রযোজনাভিত্তিক নাট্য কর্মশালা এবং ১০টি নাট্য উৎসবের আয়োজন করেছে। ৪৩ বছর পর্দাপণ উপলক্ষে এদিকে কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তনে এক উৎসবের আয়োজন করে যাত্রিক। দিনব্যাপী ওই উৎসবে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আমীর আলী চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক এবং জেলা কালচারাল অফিসার বশির-উল-আনোয়ার। কুমিল্লা নাট্যঙ্গনের স্মৃতিকথা ও আড্ডায় বীরচন্দ্র নগর মিলনায়তন ছিল উৎসবমুখর। ছিল আনন্দ র‌্যালি। র‌্যালি শেষে নাট্যবন্ধুদের আলোচনার মধ্যমণি ছিলেন যাত্রিকের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ হাসিম আপ্পু, গিয়াস উদ্দিন আহমেদ, ইফতেখার আহমেদ শরীফ। স্মরণ করা হয় প্রয়াত ছয় সদস্য শরীফুল আবেদীন হারুন, হাফিজুর রহমান গেদু, নাজিমুদ্দিন আহমেদ খসরু, মোজাম্মেল হক, আহমেদ গোলাম মোস্তফা এবং মঞ্জু চক্রবর্তীকে। বর্ষা বন্দনায় সঙ্গীত পরিবেশন করেন দীপা সিনহা, নিলীমা দত্ত, ও শাহনাজ সুলতানা রেশমা। বাদ্যযন্ত্রে ছিলেন সুমন রায়, সুমন মুজমদার। আবৃত্তি করেন কানিজ ফাতেমা রেশমা। শেষে যাত্রিক নাট্যগোষ্ঠীর ৩৭তম প্রয়োজনা হুমাযুন আহমেদের ‘স্বপ্ন’ নাটকের মঞ্চায়ন হয়। নাটকে অভিনয় করেন বিদ্যুত সরকার ও মিতা গাঙ্গুলী। নাটকটি নির্দেশনায় ছিলেন প্রণব সাহা নান্টু, মঞ্চ সজ্জায়-সাহেদুল হক তপু, মঞ্চ সজ্জা সহযোগিতায়-মুনির, মাহমুদুল হাসান, মিরাজ, আলোক প্রক্ষেপণে-মোঃ আলমগীর, পোশাক পরিকল্পনায়-রেজওয়ানা সুলতানা রুনা, দ্রব্যসামগ্রী পরিবেশনায়-ইমরান, মিতু, জান্নাত, শুভ, আবহ সঙ্গীত পরিচালনায়-নিলীমা দত্ত, আবহ সঙ্গীত প্রক্ষেপণে-আল-আমীন, প্রিয়ম, মনির, মিলনায়তন ব্যবস্থাপনায়-এ্যাড. আবুল হোসেন, তপন সেনগুপ্ত, পরেশ সরকার, এ্যাড. নজরুল ইসলাম, মিয়াজী বাবু, জাহেদ ইকবাল শরীফ, প্রযোজনা অধিকর্তা অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, প্রযোজনা উপদেষ্টা- মোঃ হাসিম আপ্পু, গিয়াস উদ্দীন আহম্মেদ, ইফতেখার আহমেদ শরিফ, ফাল্পুনী আহমেদ, বিষ্ণপদ সিনহা। প্রতিষ্ঠাতা উদযাপন পর্ষদের আহ্বায়ক-মিহির ব্যানার্জী, সদস্য সচিব-গোলাম হাসনাঈন নাঈম, সদস্য- সাহেদুল হক তপু, মিতা গাঙ্গুলী, নিলীমা দত্ত, ইমরান হোসেন, মনির হোসেন।
×