ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধূমপান বন্ধ করতে হলে বিড়ি সিগারেট দুটোই বন্ধ করতে হবে

প্রকাশিত: ০৪:৪১, ৬ আগস্ট ২০১৭

ধূমপান বন্ধ করতে হলে বিড়ি সিগারেট দুটোই বন্ধ করতে হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ধূমপান বন্ধ করতে হলে বিড়ি সিগারেট দুটোই বন্ধ করতে হবে। বিড়ি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে বিড়ি শিল্প নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩০ জুলাই ব্রিটিশ আমেরিকান টোব্যাকোসহ দেশীয় সিগারেট কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বলা হয়, দেশে বিড়ি থাকবে না। সরকার সেই পলিসি নিচ্ছে। এই বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এম কে বাঙ্গালী। এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেজবাহ কামাল, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সম্পাদক হারিক হোসেন এবং গবেষণা ও উন্নয়ন কালেক্টিভ আরডিসির সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসী। মেজবাহ কামাল বলেন, এই শিল্পের সঙ্গে জড়িত প্রায় ১৫ থেকে ২০ লাখ মানুষের বিকল্প কর্মসংস্থানের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে না, সিগারেট বা তামাক বন্ধের কথা। বলা হচ্ছে, শুধু বিড়ি শিল্প বন্ধের কথা বলছেন। এটা থেকে বোঝা যায় এ দেশে বহুজাতিক কোম্পানির নির্লজ্জ দালালি শুরু হয়েছে। লিখিত বক্তব্যে এম কে বাঙ্গালী বলেছেন, যদি পরিবেশ রক্ষায় ধূমপান বন্ধ করতে হয় তাহলে প্রথমেই সিগারেট বন্ধ করতে হবে। সিগারেট শুধু স্বাস্থ্যহানি ঘটায় না এর মাধ্যমে ৪ থেকে ৫০ হাজার কোটি টাকা অপচয় হয়। মোসলেহ্উদ্দীন আহমেদ এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্্ উদ্দীন আহমেদ সম্প্রতি এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন। ইতিপূর্বে তিনি একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর চলতি দায়িত্বে নিয়োজিত ছিলেন। জনাব মোসলেহ্ উদ্দীন ২০১৫ সালে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এনসিসি ব্যাংকে যোগ দেন। এর আগে তিনি যমুনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব বিজনেস হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি দি সিটি ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং কর্পোরেট ডিভিশনের ঢাকা অঞ্চলের প্রধান ছিলেন। বাংলাদেশে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় গুলশান শাখার প্রধান, পরবর্তীতে রিজিওনাল হেড অব ক্রেডিট এবং প্রাইম ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে লিজিং ইউনিটের প্রধান হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।বিজ্ঞপ্তি
×