ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হোম টেক্সটাইল রফতানিতে আয় ৮০ কোটি ডলার

প্রকাশিত: ০৪:৪০, ৬ আগস্ট ২০১৭

হোম টেক্সটাইল রফতানিতে আয় ৮০ কোটি ডলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরে হোম টেক্সটাইল খাতের পণ্য রফতানিতে আয় হয়েছে ৭৯ কোটি ৯১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বা ৬ হাজার ৫২৫ কোটি টাকা। যা রফতানি লক্ষ্যমাত্রার তুলনায় ৩ দশমিক ১১ শতাংশ বেশি। একই সঙ্গে আগের অর্থবছরের তুলনায় সদ্য সমাপ্ত অর্থবছরে এই খাতের পণ্য রফতানি আয় ৬ দশমিক ১৩ শতাংশ বেড়েছে। জুলাই মাসে প্রকাশিত বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য জানা যায়। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে হোম টেক্সটাইল পণ্য রফতানিতে আয় হয়েছিল ৭৫ কোটি ৩০ লাখ ১০ হাজার মার্কিন ডলার। চলতি ২০১৬-১৭ অর্থবছরে এই খাতের পণ্য রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। ইপিবির প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৬-১৭ অর্থবছরে ফুটওয়্যার পণ্য রফতানিতে আয় হয়েছে ২৪ কোটি ৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। একই সময়ে বিছানা ও রান্নাঘরের পণ্য রফতানিতে আয় হয়েছে ৪৭ কোটি ১৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এতে আরও জানানো হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে ফুটওয়্যার পণ্য রফতানিতে আয় হয়েছিল ২১ কোটি ৯১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে আলোচ্য খাতে রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৫ কোটি মার্কিন ডলার। সদ্য সমাপ্ত অর্থবছরে বিছানা ও রান্নাঘরের পণ্য রফতানিতে আয় হয়েছে ৪৭ কোটি ১৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৩৮ শতাংশ কম। তবে এর আগের ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের তুলনায় আলোচ্য খাতের রফতানি আয় দশমিক ৫৬ শতাংশ বেড়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ২০১৬-১৭ অর্থবছরে অন্যান্য হোম টেক্সটাইল পণ্য রফতানিতে আয় হয়েছে ৩২ কোটি ৭৭ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ৭২ শতাংশ বেশি।
×