ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রূপালী ব্যাংকের দর বেড়েছে ১৭ শতাংশ

প্রকাশিত: ০৪:৩১, ৬ আগস্ট ২০১৭

রূপালী ব্যাংকের দর বেড়েছে ১৭ শতাংশ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রূপালী ব্যাংকের শেয়ারের দর প্রায় ১৭ শতাংশ বেড়েছে। ফলে কোম্পানিটি উঠে আসে সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে। সপ্তাহজুড়ে এ কোম্পানির মোট ৪০ কোটি ১৫ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ডিএসইতে বৃহস্পতিবার এ শেয়ারের সর্বশেষ দর ১.৬৪ শতাংশ বা ৮০ পয়সা বেড়ে দাঁড়ায় ৪৯ টাকা ৫০ পয়সায়। দিনভর দর ৪৭ টাকা ৭০ পয়সা থেকে ৫১ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে। সমাপনী দর ছিল ৪৯ টাকা ৭০ পয়সা, যা এর আগের কার্যদিবসে ছিল ৪৮ টাকা ৭০ পয়সা। এদিন ১ হাজার ৪০৪ বারে এ কোম্পানির মোট ১৬ লাখ ১৮ হাজার ৩৬টি শেয়ারের লেনদেন হয়। সর্বশেষ প্রকাশিত অর্ধবার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত এ শেয়ারের ইপিএস হয়েছে ৫০ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৪৪ পয়সা। অর্থনৈতিক রিপোর্টার
×