ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাইফ পাওয়ারের নতুন ইউনিটের উৎপাদন শুরু

প্রকাশিত: ০৪:৩১, ৬ আগস্ট ২০১৭

সাইফ পাওয়ারের নতুন ইউনিটের উৎপাদন শুরু

সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের গাজীপুরের পূবাইলের নতুন ব্যাটারি ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। শনিবার এ ইউনিটের উৎপাদন শুরু হওয়ার ফলে কোম্পানিটির উৎপাদন ক্ষমতা বাড়বে প্রায় দ্বিগুণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ও নিজস্ব অর্থায়নে করা হয়েছে এ ইউনিট। চলতি ২০১৭-১৮ অর্থবছরে কোম্পানিটি তাদের ব্যাটারি ইউনিট থেকে দুই লাখ ৬৫ হাজার ব্যাটারি উৎপাদন করবে। ২০১৮-১৯ অর্থবছরে এ ক্ষমতা হবে প্রায় পাঁচ লাখ ৫০ হাজার। ধারাবাহিকভাবে কোম্পানিটি তাদের ব্যাটারি উৎপাদন ক্ষমতা প্রায় ছয় লাখ ৫০ হাজারে নিতে চায়। বাণিজ্যিকভাবে উৎপাদন শুরুর যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে কোম্পানিটি। ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। অর্থনৈতিক রিপোর্টার
×