ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুহৃদ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনায় পরিবর্তন

প্রকাশিত: ০৪:৩১, ৬ আগস্ট ২০১৭

সুহৃদ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনায় পরিবর্তন

অর্থনৈতিক রিপোর্টার ॥ অবশেষে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনায় পরিবর্তন হলো। শনিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ইউরোদেশের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান ও সুহৃদ ইন্ডাস্ট্রিজের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হক স্বাক্ষর করেন। এ সময় সুহৃদ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আনিস আহমেদ ও পরিচালক সৈয়দা সায়মা আকতারসহ উভয় কোম্পানির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনার দায়িত্ব নিতে যাচ্ছে ইউরোদেশ কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড। ইউরোদেশ আগে থেকেই সুহৃদ ইন্ডাস্ট্রিজের কর্পোরেট শেয়ারহোল্ডার। অনুষ্ঠান শেষে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হক বলেন, ইউরোদেশকে সুহৃদ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া হচ্ছে। শেয়ারহোল্ডারদের অনুমোদনসাপেক্ষে আইনানুযায়ী এটি দ্রুত বাস্তবায়িত হবে। খোঁজ নিয়ে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বিদ্যুত ও গ্যাস সরবরাহ সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে উৎপাদন বন্ধ রয়েছে কোম্পানিটির। কোম্পানিটি বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ না দেয়ার কারণে জেড ক্যাটাগরিতে রয়েছে। ২০১৪ সালে তালিকাভুক্তির পর শুধু একবারই কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল। ২০১৫ ও ২০১৬ সালে কোম্পানিটি কোন লভ্যাংশ প্রদান করেনি।
×