ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ কামাল স্মরণে ...

প্রকাশিত: ০৪:২৭, ৬ আগস্ট ২০১৭

শেখ কামাল স্মরণে ...

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার ছিল শহীদ শেখ কামালের ৬৮তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে শেখ কামাল এ্যাথলেটিক্স একাডেমির উদ্যোগে বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশনের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেখ কামাল এ্যাথলেটিক্স একাডেমির প্রধান সমন্বয়কারী এবং এ্যাথলেটিক ফেডারেশনের সহ-সভাপতি ফারুকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন এ্যাথলেটিক ফেডারেশনের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, যুগ্ম-সম্পাদক ফরিদ খান চৌধুরীসহ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। আলোচনা সভায় শেখ কামালের স্মৃতিচারণামুখর দিনগুলোসহ একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হিসেবে ক্রীড়াঙ্গনে তার বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ ও অবদানের কথা তুলে ধরা হয়। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কৃতী ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন (অবঃ) শেখ কামালের ৬৮তম জন্মবার্ষিকীতে সম্মিলিত ক্রীড়া পরিবার প্রতিবারের মতো এবারও আবাহনী ক্লাবে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া পরিবারের অনেক সদস্য। ২০০২ সালে ক্রীড়া পরিবার প্রতিষ্ঠার পর থেকে প্রতিবারই এই প্রয়াত কৃতী ক্রীড়া সংগঠক শেখ কামালের প্রতি ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে ক্রীড়া পরিবার তার জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে আসছে।
×