ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোচ মারুফুলের জরিমানা

প্রকাশিত: ০৪:২৬, ৬ আগস্ট ২০১৭

কোচ মারুফুলের জরিমানা

স্পোর্টস রিপোর্টার ॥ এবারের মতো আর্থিক জরিমানা এবং সতর্কবার্তাতেই আপাতত পার পেলেন কোচ মারুফুল হক। আরামবাগ ক্রীড়া সংঘের এই তারকা কোচকে ৫০ হাজার টাকা জরিমানা (আগামী একমাসের মধ্যে এই টাকাটা মারুফুলকে জমা দিতে হবে বাফুফের হিসাব শাখায়) এবং সতর্ক করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি। ২০১২-১৩ মৌসুমে শেখ রাসেলকে ট্রেবল জেতানো এই কোচের অপরাধÑ গত সোমবার প্রিমিয়ার লীগে আরামবাগ-রহমতগঞ্জ ম্যাচের শেষে গ্যালারি থেকে এক সমর্থকের বাজে মন্তব্য শুনে অগ্নিমূর্তি ধারণ করে গ্যালারিতে গিয়ে ওই সমর্থককে লাঞ্ছিত করা। ওই ম্যাচে দেশের একমাত্র উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচ মারুফুলের দল আরামবাগ ২-৪ গোলে হেরে যায় রহমতগঞ্জের কাছে। ওয়ালটন জাতীয় যুব মহিলা হ্যান্ডবল শুরু স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার থেকে পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে শুরু হয়েছে ‘ওয়ালটন জাতীয় যুব মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা’। উদ্বোধনী দিনের খেলায় নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ২৬-৬ গোলে যশোর জেলা ক্রীড়া সংস্থাকে, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ১৪-২ গোলে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থাকে, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ১০-১ গোলে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থাকে এবং পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ১৫-১৪ গোলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে হারায়। এছাড়া রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ৪-৪ গোলে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে ড্র করে। বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার) ইকবাল বিন অনোয়ার (ডন)।
×