ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রিজ বিশ^কাপে বাংলাদেশ

প্রকাশিত: ০৪:২৬, ৬ আগস্ট ২০১৭

ব্রিজ বিশ^কাপে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রান্সের লিওতে আগামী ১২ আগস্ট থেকে শুরু হওয়া ব্রিজ বিশ্বকাপের ৪৩তম আসরে প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ। এতে মোট ২২টি দল চূড়ান্তপর্বে অংশ নেবে। তার মধ্যে বাংলাদেশ ৪নং জোনের বাছইপর্বে রানারআপ হয়ে বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলার যোগ্যতা অর্জন করে। বাংলাদেশ সাত সদস্যের ব্রিজ দল লাল-সবুজ পতাকা হাতে বিশ্বের সবচেয়ে বড় এই আসরে অংশ নেবে। ব্রিজ দলের কোচ এবং বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহন। বাকি ছয়জন খেলোয়াড়। ব্রিজ দল আগামী ১০ আগস্ট ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। এ উপলক্ষে আগামী ৮ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের (নতুন ভবন) সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহন।
×