ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিপিএল ফুটবলে জয়ের মুখ দেখল সাইফ স্পোর্টিং

প্রকাশিত: ০৪:২৬, ৬ আগস্ট ২০১৭

বিপিএল ফুটবলে জয়ের মুখ দেখল  সাইফ স্পোর্টিং

স্পোর্টস রিপোর্টার ॥ প্রিমিয়ারে লীগের ইতিহাসে নিজেদের ঐতিহাসিক ‘প্রথম’ জয়ের স্বাদ পেল নবাগত দল সাইফ স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লীগে শনিবার একমাত্র খেলায় সাইফ ১-০ গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে। জয়ী দলের গোলদাতা মতিন মিয়া। এটা আরামবাগের টানা দ্বিতীয় হার। লীগের দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচ ছিল এটি। আজ খেলার বিরতি। সোমবার থেকে আবারও শুরু হবে তৃতীয় রাউন্ডের খেলা। শনিবার বৃষ্টি হানা না দিলেও মাঠ কিন্তু পুরোপুরি খেলার উপযোগী ছিল না। মাঠজুড়ে কাদাগুলো শুকিয়ে শক্ত এবং এবড়ো-থেবড়ো হয়েছিল। ফলে বল লাফিয়ে ওঠায় ফুটবলারদের সমস্যা হচ্ছিল বল নিয়ন্ত্রণে। ম্যাচের ৫৪ মিনিটে হঠাৎ বিদ্যুত বিভ্রাট ঘটলে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। বিদ্যুত আসার পর আবারও খেলা শুরু হতে হতে মিনিট সাতেক সময় অপচয় হয়। গত চ্যাম্পিয়নশিপ লীগের অপরাজিত রানার্সআপ হয়ে প্রিমিয়ার লীগে প্রথমবারের মতো নাম লেখানো সাইফ স্পোর্টিংই খেলার প্রথমার্ধে বেশি আক্রমণ ও প্রাধান্য বিস্তার করে খেলে। ম্যাচের ১০ মিনিটে সাইফের ডিফেন্ডার রিয়াদুল হাসান মাঝমাঠের একটু সামনে থেকে উঁচু লব ফেলেন আরামবাগের বক্সে। জটলার মধ্যে গোলরক্ষক আক্কাস শেখ লাফিয়ে উঠে বল ধরতে গেলে তা ফস্কে যায়। বল পান সাইফের ফরোয়ার্ড মতিন মিয়া। দেরি না করে তিনি ডানপায়ের গড়ানো শট করেন। সেই বল গোলপোস্টে ঢোকার আগ মুহূর্তে বিপদমুক্ত করতে যান আরামবাগের ডিফেন্ডার মোহাম্মদ রকি। কিন্তু তার শটেই বল ঢুকে যায় জালে। আপাতদৃষ্টিতে এটি আত্মঘাতী গোল মনে হলেও রেফারি আজাদ রহমান গোলদাতা হিসেবে মতিনকেই বিবেচনা করেন। কেননা মতিন গোলমুখে শট নিয়েছিলেন গোলের উদ্দেশ্যেই। উল্লাসে ফেটে পড়ে সাইফ শিবির (১-০)। বিরতির পর আরামবাগ প্রচুর গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। স্মরণীয় ‘প্রথম’ জয়ের চিত্তসুখ নিয়ে মাঠ ছাড়ে সাইফ। ঢাকা আবাহনীর কাছে প্রথম ম্যাচে ২-৩ গোলে হারে সাইফ। আর রহমতগঞ্জের কাছে ২-৪ গোলে হেরেছিল আরামবাগ। সিদ্দিকুরের উন্নতি স্পোর্টস রিপোর্টার ॥ ভারতে চলমান টেক সলিউশন মাস্টার্সে তৃতীয় রাউন্ডে নিজের অবস্থানের উন্নতি ঘটিয়েছেন সিদ্দিকুর রহমান। তিন রাউন্ড মিলিয়ে পারের সমান শট খেলে যৌথভাবে ৩৪তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের সেরা এই তারকা গলফার। বেঙ্গালুরুর কনার্টক গলফ এ্যাসোসিয়েশন কোর্সে শনিবার পাঁচটি বার্ডি ও তিনটি বোগি করেন সিদ্দিকুর। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে দুই শট বেশি খেলে এগারো জনের সঙ্গে ৪৯তম স্থানে ৩৪তম স্থানে উঠে আসেন তিনি। প্রথম রাউন্ডে পারের চেয়ে দুই শট বেশি খেলে তিনি যৌথভাবে ৭০তম স্থানে ছিলেন।
×