ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিরাজের অপেক্ষা আরও বাড়ল

প্রকাশিত: ০৪:২৫, ৬ আগস্ট ২০১৭

মিরাজের অপেক্ষা আরও বাড়ল

স্পোর্টস রিপোর্টার ॥ মনে করা হচ্ছিল ক্যারিবিয়ার প্রিমিয়ার লীগে (সিপিএল টি২০) প্রথম ম্যাচেই খেলার সুযোগ পাবেন। কিন্তু পেলেন না। সিপিএলে খেলার এবং বিদেশের মাটিতে ফ্র্যাঞ্চাইজি কোন লীগে খেলার অপেক্ষা আরও বাড়ল মিরাজের। তবে মিরাজকে না খেলালেও ত্রিনবাগো নাইট রাইডার্স কিন্তু ঠিকই জিতেছে। মিরাজের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ছিল শনিবার। ম্যাচটিতে প্রতিপক্ষ ছিল সেন্ট লুসিয়া। ত্রিনবাগোর বোলিং তোপে ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি সেন্ট লুসিয়া স্টারস। নির্ধারিত ২০ ওভারে ড্যারেন সামির দল করতে পারে ৯ উইকেটে ১৩২ রান। ব্রেন্ডন ম্যাককালাম (৫৮*) ও কলিন মুনরোর (৬৬*) দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ১ উইকেট হারিয়ে জিতে যায় ত্রিনবাগো। ১০.৪ ওভারে ১৩৭ রান করে ত্রিনবাগো। পাকিস্তানী স্পিনার শাদাব জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। যার জন্যই মূলত মিরাজ খেলতে পারেননি প্রথম ম্যাচে। এরপর মঙ্গলবার ভোরে সেন্ট লুসিয়া স্টারসের বিপক্ষেই দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ত্রিনবাগো নাইট রাইডার্স। এখন দেখা যাক ম্যাচটিতে মিরাজ খেলতে পারেন কিনা। ত্রিনবাগো ও সেন্ট লুসিয়া ম্যাচটি দিয়ে শুরু হয়েছে এবারের সিপিএল। ফাইনাল ম্যাচ দিয়ে লীগটি শেষ হবে ৯ সেপ্টেম্বর। সিপিএল খেলতে গত মাসের ২৭ তারিখে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পথে উড়াল দিয়েছেন মিরাজ। পরেরদিন পৌঁছে যান। এরপর সিপিএলে নিজ দল ত্রিনবাগো নাইট রাইডার্সের ক্যাম্পে যোগ দেন। দলের সঙ্গে অনুশীলনও করেন মিরাজ। এবার প্রথমবারের মতো সিপিএলে খেলতে গেছেন মিরাজ। দেশের বাইরে প্রথম কোন ফ্র্যাঞ্চাইজি লীগে খেলতে গেছেন। কিন্তু খেলার সুযোগটি মিলছে না। অস্ট্রেলিয়া দলের ক্রিকেটার ব্রেড হগের বদলে বাংলাদেশী এই অফ স্পিনার অলরাউন্ডারকে দলে টেনেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না মিরাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সামনে হোম সিরিজ রয়েছে। সিরিজের জন্য একটি প্রস্তুতি ম্যাচও রয়েছে। সেই প্রস্তুতি ম্যাচে মিরাজকেও থাকতে হবে। তাই ১৫ আগস্টের মধ্যে মিরাজকে দেশে ফেরত আসতে হবে। আর তাই প্রথম পাঁচ থেকে ছয়টি ম্যাচ খেলতে পারবেন মিরাজ। ত্রিনবাগো নাইট রাইডার্স সর্বোচ্চ ১৪ আগস্ট পর্যন্ত মিরাজকে পাবে। এমনও হতে পারে, ১২ আগস্টই হবে মিরাজের ত্রিনবাগো নাইট রাইডার্সের সঙ্গে থাকা। এরপর দেশে চলে আসবেন মিরাজ। তাই যদি হয় তাহলে ম্যাচ না খেলার সংখ্যা আরও কমে যাবে। কারণ মিরাজকে খেলানোই হচ্ছে না। এখন যদি মিরাজ বাকি সব ম্যাচে খেলতে পারেন তাহলে ৪টি ম্যাচে খেলতে পারবেন। নাহলে ম্যাচের সংখ্যা আরও কমবে। মিরাজের খেলার অপেক্ষা বেড়ে গেল।
×