ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্ট্যানফোর্ডে মুগুরুজা সেমিতে, কেভিতোভার বিদায়

প্রকাশিত: ০৪:২৩, ৬ আগস্ট ২০১৭

স্ট্যানফোর্ডে মুগুরুজা সেমিতে, কেভিতোভার বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ সময় কোর্টের বাইরে ছিলেন। আততায়ীর ছুরিকাঘাতে আহত পেত্রা কেভিতোভা আবার টেনিস খেলতে পারবেন সেটা নিয়েই র্ছিল সংশয়। কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত কব্জির ইনজুরি কাটিয়ে ফিরেছেন এ চেক প্রজাতন্ত্রের তরুণী। তবে নিজের সেরা অবস্থায় ফিরতে পারেননি। সে কারণে আরেকটি টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত যাওয়া হলো না। লস এ্যাঞ্জেলেসে চলমান হার্ডকোর্ট টুর্নামেন্ট স্ট্যানফোর্ড ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন তিনি। তাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন ৮ নম্বর বাছাই যুক্তরাষ্ট্রের ক্যাথেরিন বেলিস। তবে অন্যতম ফেবারিট স্পেনের গারবিন মুগুরুজা উঠে গেছেন শেষ চারে। শীর্ষ বাছাই এ তারকা ক্রোয়েশিয়ার এ্যানা কনজুহকে সরাসরি ৬-১, ৬-৩ সেটে বিধ্বস্ত করে সেমিফাইনাল নিশ্চিত করেন। এছাড়া শেষ চারে উঠেছেন আরও দুই মার্কিন তারকা তিন নম্বর বাছাই ম্যাডিসন কিস ও ৬ নম্বর বাছাই কোকো ভ্যানডেওয়েঘে। এবার উইম্বলডন শিরোপা জয়ের পর থেকেই দারুণ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন মুগুরুজা। ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডসøাম ছিল এটি। গত বছর জিতেছিলেন ফ্রেঞ্চ ওপেন। এবার বছরের শেষ গ্র্যান্ডসøাম আসর ইউএস ওপেনের জন্য বেশ ভালভাবেই প্রস্তুত হচ্ছেন তিনি। সেটার প্রমাণ দিচ্ছেন চলমান স্ট্যানফোর্ড ওপেনে। এটিই তার মৌসুমের প্রথম হার্ডকোর্ট টুর্নামেন্ট। ক্রোয়েশিয়ার উদীয়মান তরুণী কনজুহ ছিলেন শেষ আটে তার প্রতিপক্ষ। কিন্তু কোন সুযোগই পেলেন না তিনি। টুর্নামেন্টের ৫ নম্বর বাছাই এ তারকা প্রথম সেটেই অসহায় আত্মসমর্পণ করেন ৬-১ ব্যবধানে। দ্বিতীয় সেটেও তেমন কোন প্রতিরোধ গড়তে পারেননি এ ক্রোয়াট তরুণী, হেরেছেন ৬-৩ ব্যবধানে। ম্যাচটিতে সন্তুষ্টির জয় তুলে নিতে মুগুরুজার সময় লেগেছে মাত্র ৬২ মিনিট। ক্যারিয়ারে এবারই প্রথম কনজুহকে মোকাবেলা করলেন মুগুরুজা। আর সেই ম্যাচে দাপটের জয়ে দারুণ খুশি তিনি। এ বিষয়ে মুগুরুজা বলেন, ‘আমার মনে হয় আমি বেশ নির্ভুল ছিলাম আজ।’ বর্তমানে ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের ৪ নম্বরে থাকা মুগুরুজা উইম্বলডনের পর স্ট্যানফোর্ডে প্রথম টুর্নামেন্ট খেলছেন। মর্যাদার উইম্বলডনে তিনি যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান তারকা ভেনাস উইলিয়ামসকে হারিয়ে শিরোপা জয় করেন প্রথমবারের মতো। তবে উদীয়মান তারকা কনজুহ এমন সহজ পরাজয় মেনে নিলেও তার বিষয়ে মুগুরুজা বলেন, ‘এ্যানা বেশ পাওয়ারফুল খেলোয়াড় এবং খুবই তরুণ। আমি ম্যাচের আগে শুধু এটাই ভাবছিলাম যে নিজেকে খুব সতর্ক থাকতে হবে এবং মনোযোগী হতে হবে। আমি অতি আনন্দিত যে আমি সেমিফাইনালে উঠে গেছি। ম্যাচটা যেভাবে শেষ হয়েছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট।’ এ বছর ইউম্বলডন ছাড়া আর কোন শিরোপা জেতেননি মুগুরুজা। এবার দ্বিতীয় শিরোপা জেতার লক্ষ্যে এগিয়ে চলেছেন। সেমিতে তার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস। ৩ নম্বর বাছাই এ তারকা সপ্তম বাছাই ইউক্রেনের তরুণী লেসিয়া সুরেঙ্কোকে হারিয়েছেন ৬-৪, ৬-৩ সেটে।’ শেষ চারে মুগুরুজা ছাড়া বাকি তিনজনই মার্কিন। কিস ছাড়াও সেমিতে উঠেছেন ভ্যানডেওয়েঘে এবং বেলিস। তরুণী বেলিস সবচেয়ে বড় চমক দেখিয়েছেন। তিনি ২ নম্বর বাছাই কেভিতোভাকে বিদায় করে দিয়েছেন। আগেরদিন দারুণ জয়ে শেষ আটে ওঠা কেভিতোভা হেরেছেন ৬-২, ৬-০ ব্যবধানে নির্মমভাবে। মাত্র ১ ঘণ্টার এ ম্যাচে বেলিস মাত্র দুই সেট হেরেছেন দুইবারের উইম্বলডন বিজয়ী তারকার বিরুদ্ধে। তিনি শেষ চারে মুখোমুখি হবেন স্বদেশী ভ্যানডেওয়েঘের। ষষ্ঠ বাছাই এ তারকা শেষ আটের ম্যাচটি জিতেছেন ৬-২, ৬-৩ সেটে ৪ নম্বর বাছাই রাশিয়ান তরুণী আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভার বিরুদ্ধে।
×