ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অদম্য ফারাহর টানা দশম স্বর্ণপদক

প্রকাশিত: ০৪:২২, ৬ আগস্ট ২০১৭

অদম্য ফারাহর টানা দশম স্বর্ণপদক

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুর দিনটাই হলো বর্ণিল। লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামে বিশ্বএ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপসের যাত্রা শুভ হলো আয়োজক দেশের প্রত্যাশিত সাফল্য দিয়ে। আর এই সাফল্য এনে দিলেন এ্যাথলেটিক্স কিংবদন্তি সোমালীয় বংশোদ্ভূত ব্রিটিশ তারকা মো ফারাহর বিজয়ে। টানা দশমবারের (অলিম্পিক ও বিশ্ব আসর মিলিয়ে) মতো দূরপাল্লার দৌড়ে স্বর্ণপদক জিতেছেন ৩৪ বছর বয়সী এ দৌড়বিদ। ১০ হাজার মিটারে এ জয়টি ছিল বেশ দুঃসাধ্য। কারণ মাঝপথে দুইবার হোঁচট খেয়ে পড়তে গিয়েও সামলে নিয়েছেন। কিন্তু এরপরও অবিশ্বাস্য জয়টা তুলে নেন তিনি ২৬ মিনিট ৪৯.৫১ সেকেন্ড সময় নিয়ে। ক্যারিয়ারের সবচেয়ে কঠিন রেস হিসেবে অভিহিত করে ফারাহ জানিয়েছেন পায়ের ইনজুরির জন্য ডাক্তারের শরণাপন্ন হবেন তিনি। তবে ৫০০০ মিটারে খেতাব ধরে রাখতে আত্মবিশ্বাসী ফারাহ দাবি করেছেন সময়মতোই পুরোপুরি সেরে উঠবেন তিনি। প্রত্যাশা সবারই ছিল আবার ফারাহ জিতবেন ১০ হাজার মিটারের খেতাব। কারণ দীর্ঘদিন ধরে এই ইভেন্টে তিনি রাজত্ব করে চলেছেন। প্রতিপক্ষদের বারবারই পেছনে ফেলেছেন। আর ক্যারিয়ারে শেষবারের মতো দূরপাল্লার দৌড়ে নেমেছেন এবার। বিশ্ব আসরের পরই ৫০০০ ও ১০০০০ মিটারকে বিদায় জানিয়ে শুধু ম্যারাথনে অংশ নেবেন তিনি। ১০ হাজার মিটারে প্রথমবার শ্রেষ্ঠত্ব পেয়েছিলেন এই লন্ডন স্টেডিয়ামেই ২০১২ সালের অলিম্পিকে। এক বছর আগে দেগুতে প্রথমবারের মতো বিশ্ব আসরে অংশ নিয়ে ৫০০০ মিটারে স্বর্ণ জিতলেও ১০ হাজারে ব্যর্থ হয়েছিলেনÑ রৌপ্য পেয়েছিলেন। সেই ব্যর্থতা ঘোচান তিনি লন্ডন অলিম্পিকে। গত অলিম্পিক এবং ২০১৩ সালের মস্কো ও ২০১৫ সালের বেজিং বিশ্ব আসরে সেই শ্রেষ্ঠত্ব ধরে রেখে ইতিহাস গড়েন তিনি। তবে ৩৪ বছর বয়সে এসে এবার লন্ডন বিশ্ব আসরে শ্রেষ্ঠত্ব ধরে রাখাটা বড় চ্যালেঞ্জই ছিল ফারাহর জন্য। কিন্তু বয়সকে হার মানিয়েছেন তিনি। রেসের চূড়ান্ত ল্যাপ চলার সময় দুইবার হোঁচট খেয়ে পড়তে ধরেছিলেন। কিন্তু নিজেকে সামলে নিয়েছেন এবং শেষ পর্যন্ত জয়টা তুলেই নেন তিনি। ফারাহ সময় নেন ২৬ মিনিট ৪৯.৫১ সেকেন্ড সময় নিয়েছেন। এটিই চলতি বছরের ওয়ার্ল্ড লিডিং সময়। উগান্ডার তরুণ জশুয়া চেপটেগি ও কেনিয়ার পল তানুই এদিনও ফারাহর জন্য ছিলেন বড় চ্যালেঞ্জ। কিন্তু তাদের কৌশল এবারও ব্যর্থ হয়েছে। চেপটেগি ২৬ মিনিট ৪৯.৯৪ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জয় করেন। এটি তার ব্যক্তিগত সেরা টাইমিং। আর তানুই মৌসুমে নিজের সেরা টাইমিং গড়ে ২৬ মিনিট ৫০.৬০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জয় করেন। জয়ের পর দারুণ উচ্ছ্বসিত ফারাহ বলেন, ‘ব্রিটিশ হিসেবে এটি আমাকে গৌরবান্বিত করেছে। দীর্ঘ একটা যাত্রা ছিল এবং পুরোটাই বিস্ময়কর। অনেক কঠিন ছিল আজকের রেসটা কিন্তু আমার মনে হয় আমি মানসিকভাবে অনেক শক্ত ছিলাম। আমি শুরুতে একটু আবেগী ছিলাম, কিন্তু পরের দিকে সেটাকে সামলে নিয়েছি।’ ১০ হাজার মিটারে এটি ফারাহর বিশ্ব আসরে তৃতীয় স্বর্ণপদক। অলিম্পিকে জিতেছেন দুইবার। এবার ক্যারিয়ারের স্বর্ণালী এই সাফল্য ধরে রাখার জন্য ৫০০০ মিটারে জেতার চ্যালেঞ্জ ফারাহর জন্য। কিন্তু এর আগে শঙ্কার কালো মেঘ জমেছে এই ব্রিটিশ দৌড়বিদকে নিয়ে। কারণ তিনি জানিয়েছেন পায়ের ইনজুরিতে পড়েছেন। এ বিষয়ে ফারাহ বলেন, ‘পায়ে আঘাত পেয়েছি এবং ডাক্তারের কাছে যাচ্ছি। সম্ভবত কয়েকটা আঁচড় পড়েছে।’ বুধবার ৫ হাজার মিটারের হিট শুরু হবে। মাঝে চারদিন সময় থাকবে অবশ্য সেরে ওঠার জন্য। এ বিষয়ে তিনি বলেন, ‘বড় একটা বিরতি পেয়েছি, বেশ সময় আছে সেরে ওঠার। আমাকে শক্ত হতে হবে। ৫ হাজার মিটারের জন্য প্রস্তুত হতে হবে আমাকে।’
×