ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অর্থ নয়, মনের টানেই পিএসজিতে নেইমার

প্রকাশিত: ০৪:২২, ৬ আগস্ট ২০১৭

অর্থ নয়, মনের টানেই পিএসজিতে  নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্যারিস সেন্ট জার্মেইতেই নতুন করে ঠিকানা গড়লেন নেইমার। যা কয়েকমাস আগেও ছিল অনেকেরই কল্পনার বাইরে। রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ন্যুক্যাম্প ছেড়ে নতুন করে ঠিকানা গড়েন ফ্রেঞ্চ লীগ ওয়ানে। সময়ের অন্যতম জনপ্রিয় ক্লাব বার্সিলোনা কেন ছাড়লেন নেইমার? এ নিয়ে মানুষের আলোচনা-সমালোচনার শেষ নেই। কেউ কেউ বলছেন, অর্থের লোভেই ন্যুক্যাম্প ছেড়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। এমন সমালোচনা যে এখন ব্যাপকভাবেই হচ্ছে তা বুঝতে পারছেন খোদ নেইমারও। তবে ব্রাজিলিয়ান তারকা জানালেন, তিনি মোটেই অর্থের কাছে বিক্রি হননি। বরং মনের টানেই পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যে কারণেই মানুষের এমন ভাবনা নেইমারকে খুবই ব্যথিত করেছে। এ বিষয়ে ২৫ বছর বয়সী নেইমার বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে, কিছু লোক ভাবছে আমি এখানে টাকার জন্যই এসেছি। আমি যদি টাকার পেছনেই ছুটতাম তাহলে তো অন্য কোন দেশের অন্য কোন ক্লাবেও যেতে পারতাম। কিন্তু আমার হৃদয় আমাকে বলেছে, পিএসজিতে যোগ দেয়ার এটাই সঠিক সময়। এখানে যোগ দিতে পেরে আমি অনেক অনেক খুশি। এই মুহূর্তে আমার অনুভূতিটা কেমন তা বলে বুঝাতে পারব না। এখানে আসার মূল লক্ষ্য সম্ভাব্য সব শিরোপা জেতা এবং নতুন চ্যালেঞ্জ এবং শিরোপা জেতাটাই আমার প্রধান লক্ষ্য। যারা ভাবে এখানে আমি টাকার জন্যই এসেছি, সেসব মানুষকে আমি শুধু এটুকুই বলতে চাই যে, তারা আমার ব্যক্তিগত জীবনের কিছুই জানেন না। আমি কখনই টাকার পেছনে ছুটি না। তবে আমি খুবই খুশি যে, পিএসজি আমার ওপর বিশ্বাস রেখেছে।’ নেইমার এখন প্যারিসের রাজা। তার দৈনিক আয় ৮২ লাখ টাকা। মাসের হিসেব টাকার অঙ্কটা আরও বড়। সে হিসেবে গান কেন মনের আনন্দে নাচাও যেতো। মনের আনন্দেই হোক আর নতুন সতীর্থদের সঙ্গে মিশে যেতেই হোক, পিএসজির প্রথম ডিনারে নেইমার নেচে-গেয়ে মাতিয়ে রাখলেন সবাইকে। নতুন সতীর্থদের সঙ্গে প্রথম ডিনার। টিম মেটরা ভেবেছিল কিছুটা চুপচাপই থাকবেন ব্রাজিলিয়ান এই ওয়ান্ডার কিড। কিন্তু তিনি তো তেমন ধাঁচের কেউ নন। মাঠে যেমন সবার ফোকাসটা নিজের দিকে টেনে নেন, তেমনি মাঠের বাইরেও সবার আলো কেড়ে নিলেন নিজের দিকে। নাচ, গান, আড্ডা আর দুষ্টামি দিয়ে মাতিয়ে রাখলেন পিএসজিতে তার প্রথম ডিনারটি। সবাই মিলে একসঙ্গে ডিনারে বসছেন। কথা-বার্তা আর আড্ডা হচ্ছে। এমন সময় হঠাৎ চেয়ারের ওপরে উঠে গেলেন নেইমার। হেলে দুলে গাইলেন গান। নেইমারের কণ্ঠে গান শুনে মজা পেলেন নতুন সতীর্থরাও। হাততালি দিয়ে নেইমারকে আরও তাতিয়ে দিলেন তারা। সেই সঙ্গে সবাই অবাক নয়নে তার গান উপভোগও করেছেন। পিএসজিতে নেইমারের নতুন বন্ধু ভেরাত্তি গানের অংশটুকু ভিডিও করে রাখেন। পরবর্তীতে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এদিকে প্রথমদিনেই নেইমারের নাম ও নম্বর সংবলিত ১০ হাজারেরও বেশি জার্সি সমর্থকদের কাছে বিক্রি করেছে পিএসজি। প্রতিটি জার্সি ১০০ ইউরোর বিনিময়ে বিক্রি করে প্রথমদিনেই পিএসজি ১০ লাখ ইউরো আয় করে ফেলেছে। এভাবে যদি সমর্থকরা তাদের প্রিয় তারকার জার্সি কেনার প্রতি আগ্রহ প্রকাশ করে তবে আগামী বছর মার্চের মাঝামাঝিতেই পিএসজি ট্রান্সফার ফি’র প্রায় পুরোটাই উঠিয়ে নিতে পারবে। সীমিত এডিশনের এই জার্সিটি ইতোমধ্যেই পিএসজির দুটো স্টোরেই ব্যাপক চাহিদার জন্ম দিয়েছে। প্যারিসের ক্লাবটিতে গিয়ে মোটেই সময় নষ্ট করেননি নেইমার। প্রথমদিনেই অনুশীলন করেছেন তিনি। তবে এখনই পিএসজিতে খেলা হচ্ছে না নেইমার জুনিয়রের। সদ্য বার্সিলোনা ছেড়ে দেয়া এই ব্রাজিলিয়ান তারকার কাগজপত্র জটিলতার কারণে প্রথমবার পিএসজি’র জার্সিতে মাঠে নামতে আরও খানিকটা অপেক্ষা করতে হচ্ছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। ফরাসী সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, শনিবার রাতেই এমিয়েন্সের বিপক্ষে মাঠে নামার কথা ছিল নেইমারের। কিন্তু ফ্রেঞ্চ লীগ ওয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে, দলবদল সংক্রান্ত কাগজপত্রগুলো সময়মতো লীগ কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি। যে কারণেই অভিষেক হতে আরও দেরি হচ্ছে নেইমারের। যদিও ম্যাচের দিন মাঠে উপস্থিত থাকার কথা ছিল তার। ২০১৪ সালে ঘরের মাঠের বিশ্বকাপের শুরুটা দারুণভাবেই করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু শেষটা ছিল লজ্জার। আগামী বছরেই রাশিয়াতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের পরবর্তী আসর। তার আগেই নেইমারের দলবদল কী তাতে কিছুটা হলেও প্রভাব পড়বে না? এমনটা ভাবছেন অনেকেই। কেউ কেউ আবার ধারণা করছেন, এই দলবদলের ফলে উপকৃত হতে পারে ব্রাজিলের ফুটবল। কেননা থিয়াগো সিলভা, দানি আলভেজের মতো সতীর্থদের সঙ্গেই যে প্যারিসে খেলবেন নেইমার। প্যারিসের ক্লাবটিতে যোগ দিয়ে নেইমারও যে দারুণ সুখী অন্তত তার প্রথম কার্যকলাপ কিন্তু সেটাই বলছে।
×