ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিদ্যুতস্পৃষ্টে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ০৪:১৮, ৬ আগস্ট ২০১৭

বিদ্যুতস্পৃষ্টে  কৃষকের  মৃত্যু

সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ৫ আগস্ট ॥ দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামে সোহাগ (২৫) নামের এক কৃষক বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। সে গ্রামের মৃত কাইদার আলীর ছেলে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৮টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। দুস্থদের অর্থ প্রদান খাগড়াছড়ি প্রতিনিধি ॥ চিকিৎসা সুবিধার অভাবে ১০ শিশুর মৃত্যুকবলিত সীতাকু- উপজেলার সোনাইছড়ি ত্রিপুরা পাড়ায় খাদ্যশস্য ও অর্থ বিতরণ করেছে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। শনিবার সকালে উভয় প্রতিষ্ঠানের একটি যৌথ প্রতিনিধি দল সোনাইছড়ি গ্রামের ৬৫টি এবং পাশের গ্রামের ১৪টি পরিবারের মাঝে পরিবার পিছু ১৫ কেজি চাল এবং ১ হাজার টাকা করে প্রদান করা হয়। প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৫ আগস্ট ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে তাঁতী লীগের উদ্যোগে ১৫ প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার তারাব পৌরসভার কাজীপাড়া এলাকায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা তাঁতী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, আওয়ামী লীগ নেতা শাহবুদ্দিন, চাঁন মিয়া, জালাল, মনির, কাদির প্রমুখ।
×