ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মামলার কার্যক্রম বিলম্বিত করতে খালেদা জিয়া বিদেশে ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:১৮, ৬ আগস্ট ২০১৭

মামলার কার্যক্রম বিলম্বিত করতে খালেদা জিয়া বিদেশে ॥ খাদ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৫ আগস্ট ॥ খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলার কার্যক্রম বিলম্ব করতে তিনি বিদেশে পালিয়ে গেছেন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার বিকেলে সাভারের হেমায়েতপুর এলাকায় তেঁতুলঝোড়, ভাকুর্তা ও আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের নেতার্কীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া মামলা থেকে বাঁচতে চিকিৎসার নামে লন্ডনে গিয়ে ছেলের সঙ্গে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু, বর্তমান সরকারের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। বিএনপি যত কথাই বলুক, পিঠ বাঁচাতে তারা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। তাই, এবার জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। আমরাও চাই বিএনপি নির্বাচনে আসুক। বিএনপি পেছনের দরজা দিয়ে আন্দোলন শুরু করতে চাইছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ প্রমুখ। বাউফল হাসপাতালের জমি বেদখল নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৫ আগস্ট ॥ বাউফল পুরনো হাসপাতালের প্রায় ৬ কোটি টাকার মূল্যের জায়গা বেদখল হয়ে গেছে। আশপাশের লোকজন এ জায়গা দখল করে রাখলেও তা উদ্ধারের কোন তৎপরতা নেই। জানা গেছে, তৎকালীন সময় (শত বছর আগে) বাউফলবাসীর স্বাস্থ্য সেবার জন্য একটি হাসপাতাল নির্মাণ করতে পৌর শহরের ৭নং ওয়ার্ডে পাবলিক মাঠের দক্ষিণ দিকে ৫৬ শতাংশ জমি ক্রয় করা হয়। ওই জমির এক পাশে একটি চৌ-চালা টিন শেডের ঘর নির্মাণ করে সেখানে হাসপাতালের কার্যক্রম পরিচালনা করা হতো। স্বাধীনতা পরবর্তী হাসপাতালটি একই ওয়ার্ডের অনত্র স্থানান্তর করা হয়। বর্তমানে সেটি বাউফল ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে উন্নীত করা হয়েছে। বাউফল হাসপাতালের সাবেক ইউএইচও বর্তমানে সহকারী পরিচালক (আইএসটি) ডাঃ মঞ্জুরুল আলম জানান, পুরনো হাসপাতালের ৫৬ শতাংশ জায়গার মধ্যে ২১ শতাংশ জমি বেদখল হয়ে আছে। তিনি আরও জানান, তার সময় কালে এই জমি উদ্ধারের জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে। কিন্তু আশপাশের লোকজনের বাধায় তা সম্ভব হয়নি। ডাকাত দলের ৬ সদস্য আটক নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৫ আগস্ট ॥ পীরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেটকারসহ আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে পুলিশ সেনুয়া বাজার এলাকা থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছোরা, লোহা কাটার কাঁচিসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো গোপালগঞ্জ জেলার ফিরোজ হোসেন, বগুড়ার জাকিরুল ইসলাম, ঝালকাঠির মোঃ দেলেয়ার, ফরিদপুরের মোঃ বাদশা, বরগুনা জেলার নাইমুল ইসলাম কিবরিয়া ও পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের ওমর ফারুক ওরফে রাজু ওরফে রাজিব।
×