ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মংলা বন্দর হবে এ অঞ্চলের শ্রেষ্ঠ বন্দর ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৪:১৭, ৬ আগস্ট ২০১৭

মংলা বন্দর হবে এ অঞ্চলের শ্রেষ্ঠ বন্দর ॥ নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মংলা, ৫ আগস্ট ॥ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, নির্বাচন খুব শীঘ্রই। নির্বাচন নিয়ে অনেক কথা বার্তা হচ্ছে, মেরুকরণ হচ্ছে, অনেকে জোট গঠন করছেন, এটাই গণতান্ত্রিক ধারা। বিএনপি বলতে চায় তারা বৃহৎ দল। বৃহৎ দল হলে নির্বাচনে আসেন না কেন। তারা কখনও বলেন, সহায়ক সরকার, কখনও বলেন শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাব না, আবার নির্বাচনের প্রক্রিয়া চালান, আবার এদিকে প্রার্থীও ঠিক করে চলেছেন, তারা কোনটা করবেন তাদের ব্যাপার। মন্ত্রী বলেন, বিএনপি একটি কুঁজো দলে পরিণত হয়েছে। আন্দোলন আন্দোলন বলছে আন্দোলন করার সাধ্য তাদের নাই। শনিবার দুপুরে মংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ সব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এ মংলা বন্দর আরও অনেক উন্নত হবে। পদ্মা সেতু সম্পন্ন হলে এ বন্দর হবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চের মধ্যে একটি শ্রেষ্ঠ বন্দর। নেপাল, ভুটান ও ভারত এ বন্দর ব্যবহার করবে। সেই ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এরপর দুপুরেই বন্দর কর্তৃপক্ষের সম্মেলনকক্ষে বন্দর চেয়ারম্যান কমডোর এ কে এম ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মংলা বন্দর উপদেষ্টা কমিটির ১৪তম বৈঠকেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বৈঠকে বিশেষ করে বন্দর ব্যবহারকারীরা কাস্টমসের নানা অনিয়ম ও হয়রানির বিষয়টি তুলে ধরলে মন্ত্রী কাস্টমস কর্তৃপক্ষকে সঠিকভাবে সেবা প্রদান ও খুলনা থেকে কাস্টমস হাউস দ্রুত মংলায় স্থানান্তরের নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত ছিলেনÑ স্থানীয় সংসদ সদস্য আলহাজ তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন, সাবেক হুইপ ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুন-অর রশিদ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়।
×