ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহসিন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ॥ আহত ১০

প্রকাশিত: ০৪:১৬, ৬ আগস্ট ২০১৭

মহসিন কলেজে  ছাত্রলীগের  দুই গ্রুপের  সংঘর্ষ ॥  আহত ১০

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে সরকারী হাজী মুহম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন গ্রুপ সমর্থকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে শনিবার দুপুরে। এ সময় আধঘণ্টারও বেশি সময় যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ থাকে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেয়র আ জ ম নাছিরের অনুসারী নামে পরিচিত ছাত্রলীগ নামধারী নেতা রউফের অনুসারীরা দুপুর ১টা নাগাদ মহসিন কলেজ ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় মহিউদ্দিন সমর্থিত ছাত্রলীগ কর্মীদের তাদের বাদানুবাদ হয়। প্রথমে হাতহাতি ও পরে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। ফলে পুলিশ লাঠিচার্জ করে। উভয় পক্ষের ছাত্রলীগ নেতাকর্মীরা একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল মারতে থাকে এমনকি পুলিশের প্রতিও আক্রোশ দেখায়। পুলিশ কঠোর মনোভাব পোষণ করায় সংঘর্ষে লিপ্তরা একপর্যায়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হচ্ছে মাইমুন উদ্দিন মামুন, আনোয়ার হোসেন পলাশ, জিসান, নুরউদ্দিন, মনিরুল ইসলাম, সিদ্দিক চৌহান, মোঃ আরমান ও হানিফ সুমন। গোপন বৈঠক ॥ বগুড়ায় বিএনপির ৮ নেতাকর্মী গ্রেফতার স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শিবগঞ্জ উপজেলার কিচক এলাকা থেকে পুলিশ নাশকতার ষড়যন্ত্র করার অভিযোগে থানা বিএনপির সাংগাঠনিক সম্পাদকসহ ৮ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত অন্যরা হলেন বুলবুল, মিঠু, জুনাইদ হোসেন, আলীম, আব্দুল করিম, সেলিম ও রবি। তারা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। পুলিশ জানায়, শুক্রবার রাতে তারা উপজেলার কিচক এলাকায় গোপন বৈঠকে সমবেত হয়ে নাশকতার পরিকল্পনা করছিল। স্থানীয় সূত্র জানায়, ওই এলাকায় বিএনপির শাহ আলম ও সাবেক এমপি হাফিজুর রহমানের গ্রুপের মধ্যে বিরোধের জেরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। পুলিশ খবর পেয়ে সেখানে অভিযান চালায় ও ঘটনাস্থলসহ আশপাশে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে। নিরবচ্ছিন্ন বিদ্যুত দাবিতে মানববন্ধন সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ৫ আগস্ট ॥ পাথরঘাটার গোটা উপজেলায় ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের প্রতিবাদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবারহের দাবিতে মানববন্ধন করছেন ভুক্তভোগীরা। শনিবার পাথরঘাটা শেখ রাসেল স্ক্যায়ারে ভুক্তভোগীরা এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে হারিকেন নিয়ে প্রতিবাদ জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি ও পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, শ্রমিকলীগের সভাপতি আঃ আউয়াল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আকন, বরফমিল মালিক সমিতির পক্ষে সেলিম চৌধুরী প্রমুখ। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আলী হোসেন আলা পুলটি জরাজীর্ণ হওয়ার কথা স্বীকার করে জানান, ডিএনডির পানি কমলে পুলটি আপাতত মেরামত করা হবে। তবে উক্ত স্থান দিয়ে হাতিরঝিলের মতো লোহার তৈরি একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। আশুলিয়ায় সংঘর্ষ ॥ দুজন গুলিবিদ্ধসহ আহত ২০ নিজস্ব সংবাদদাতা, সাভার, ৫ আগস্ট ॥ পোশাক কারখানার ঝুট ব্যবস্যার নিয়ন্ত্রণ, এলাকায় আধিপত্য বিস্তার ও জমি দখল নিয়ে বিরোধের জের ধরে আশুলিয়ায় দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ২০ জন। গুলিবিদ্ধদ্বয় হলেনÑ সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন (৬০) ও আদম আলীর ছেলে ইনসান (৪২)। ইনসানের দুই পায়ের রগ ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয়া হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। কামাল উদ্দিনের শরীরে শটগানের গুলি লাগে। ইনসানের গুলি লাগে হাতে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে আশুলিয়ার বেলামা গ্রামের ‘নিট প্লাস’ কারখানার বিপরীত পাশে এ ঘটনা ঘটে। এদিন রাতেই থানায় একটি মামলা হলে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শনিবার সকালে এজাহারভুক্ত ৪ জনকে গ্রেফতার করে। জানা গেছে, বেলমা এলাকায় এদিন রাত সাড়ে নয়টার দিকে কামাল উদ্দিনের সঙ্গে পূর্ববিরোধিতার জের ধরে আড়াগাঁও এলাকার তারেক নামে এক ব্যক্তির কথাকাটি হয়। এরই একপর্যায়ে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময় শুরু হয়। সড়ক দুর্ঘটনায় কক্সবাজারে নিহত ২ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামুতে শ্যামলী বাসের নিচে চাপা পড়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে রামু তেচ্ছিপুল এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী শ্যামলী বাস শনিবার বিকেলে একটি মোটরসাইকেলকে চাপা দিলে রামু জোয়ারিয়ানালা ইলিশিয়া পাড়ার আবদুল মান্নানের পুত্র হামিদ (২৫) ও চাকমারকুল শ্রীমুরা পূর্ব পাড়ার অছিউয়র রহমানের পুত্র হাসান (৩৫) ঘটনাস্থলে মারা যায়। ধামরাইয়ে হেলপার নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানাধীন ঢুলিভিটা কাঁচাবাজারের সামনে দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। জানা গেছে, রাস্তার পাশে থেমে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে থেমে থাকা ট্রাকটি উল্টে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং এর হেলপার গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহতের নাম নাজমুল শেখ। সে রাজবাড়ী জেলার কালিতলা গ্রামের সামাদ শেখের পুত্র।
×