ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইবিতে ছাত্রলীগ কর্মী বহিষ্কার

প্রকাশিত: ০৪:১৩, ৬ আগস্ট ২০১৭

ইবিতে ছাত্রলীগ  কর্মী বহিষ্কার

ইবি সংবাদদাতা জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত ‘দ্য ইনডিপেন্ডেন্ট’ প্রতিনিধি শাহ আলমের উপর ছাত্রলীগ কর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে বলে জানা গেছে। জানা যায়, শুক্রবার রাতে শেখপাড়া বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগ কর্মী মিঠু কবির এবং মাজেদুল হক রুবল ওই সাংবাদিকের উপর হামলা চালায়। এ ঘটনায় ছাত্রলীগ কর্মী মিঠু কবিরকে তাৎক্ষণিক দল থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়। খুলনায় মানববন্ধন স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, বাংলানিউজের বেনাপোল স্টাফ করেসপন্ডেন্ট আজিজুল হককে নির্যাতনের প্রতিবাদে শনিবার দুপরে খুলনায় সাংবাদিকরা মানববন্ধন করেছেন। বাংলানিউজের খুলনা ব্যুরো অফিসের আয়োজনে খুলনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক নেতারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক নির্যাতনকারী বিজিবি কর্মকর্তাকে প্রত্যাহার ও তার শাস্তি দাবি করেন। বক্তারা আরও বলেন, বিজিবির সিও বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এ ধরনের কাজ করেছেন বলে তারা মনে করছেন। বাংলানিউজের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্নার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেন প্রমুখ। পশু চিকিৎসা বিষয়ক কর্মশালা নিজস্ব সংবাদদাতা, সাভার, ৫ আগস্ট ॥ সাভার গণ বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি এ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের আয়োজনে ‘বেসরকারী পর্যায়ে ভেটেরিনারি শিক্ষার প্রসার’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডাঃ আইনুল হক, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি ডাঃ মঞ্জুর কাদির, এফএও, ইসিটিএডি এর বাংলাদেশ টিম লিডার ড. এরিক ব্রুম ও এফএও এর ওয়ান হেলথ কোঅর্ডিনেটর অধ্যাপক নিতীশ চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন। কৃষিপ্রযুক্তি মেলা উদ্বোধন সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ৫ আগস্ট ॥ সিলেট অঞ্চলের শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৬ দিনব্যাপী কৃষিপ্রযুক্তি ও ফলদবৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে সংসদ সদস্য এ্যাডভোকেট মাহবুব আলী এ মেলার উদ্বোধন করেন। র‌্যালি শেষে এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ্যাডভোকেট মাহবুব আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, কৃষি কর্মকর্তা আতিকুল হক, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আখলিমা আক্তার প্রমুখ।
×