ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় আট মুক্তিযোদ্ধা শহীদ দিবস পালন

প্রকাশিত: ০৪:০৯, ৬ আগস্ট ২০১৭

চুয়াডাঙ্গায় আট মুক্তিযোদ্ধা শহীদ দিবস পালন

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ৫ আগস্ট ॥ শনিবার স্থানীয় শহীদ দিবস। চুয়াডাঙ্গাবাসী যথাযর্থ মর্যাদায় দিনটি পালন করেছে। এ উপলক্ষে দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামের ৮ শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ ও জাতীয় পতাকা, কালো পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচী শুরু হয়। কর্মসূচীর শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পমাল্য অর্পণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এছাড়া জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহম্মেদ, পুলিশ সুপার নিজাম উদ্দীনসহ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। পরে ৮ শহীদ মুক্তমঞ্চে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, শ্রমিকলীগের সভাপতি আফজালুল হক প্রমুখ। সম্মুখযুদ্ধের স্মৃতি চারণ করেন ওই লড়ায়ে বেঁচে যাওয়া মুক্তিযোদ্ধা আজগার আলী ফটিক। উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে রতনপুর গ্রামে পাক হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধে ৮ বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। সেই থেকে দিনটি পালন করে আসছে চুয়াডাঙ্গাবাসী।
×